খাগড়াছড়িতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সার্বজনীন সাংস্কৃতিক অনুষ্ঠান

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে, নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায়, জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে সার্বজনীন সাংস্কৃতিক অনুষ্ঠান।
শনিবার (১০ মে ২০২৫) সন্ধ্যায় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
জেলা শিল্পকলা একাডেমি বিষয়ক আহ্বায়ক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য জয়া ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ও জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নাজমুল আরা সুলতানা, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল এবং দশবল বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ অগ্র জ্যোতি মহাস্থবির।
আলোচনা সভায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের সিনিয়র ইনস্ট্রাক্টর ড. আইরীন পারভীন লোপা।
অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলন ও ফানুস উড়ানোর মধ্য দিয়ে বুদ্ধ পূর্ণিমার শুভ সূচনা করা হয়।
পরে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা বুদ্ধের জীবনাদর্শ, সম্প্রীতি ও মানবতার বার্তা তুলে ধরেন নৃত্য, সংগীত ও আবৃত্তির মাধ্যমে।অনুষ্ঠানে বিভিন্ন ধর্ম, জাতি ও সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে সম্প্রীতির এক মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয়।