গাইবান্ধায় চাঞ্চল্যকর অটো মিশুক চালক হত্যা মামলার ৪ জন আসামী গ্রেফতার।

র্যাব-১৩ এর অভিযানে গাইবান্ধায় চাঞ্চল্যকর পত্রিকা বিক্রেতা ও অটো মিশুক চালক আনিসুর রহমান ওরফে ঠান্ডা মিয়া হত্যা মামলার ০৪ জন আসামি গ্রেফতার।
উক্ত বিষয়ে সকাল ১১ ঘটিকায় প্রেস ব্রিফিং করবেন, মোহাঃ জয়নুল আবেদীন,
লেঃ কর্নেল, পিএসসি,আর্টিলারি অধিনায়ক,র্যাব-১৩,স্থান: র্যাব-১৩, ব্যাটালিয়ান সদর,উত্তম বারঘরিয়া, হাজির হাট, রংপুর।
বাংলাদেশ আমার অহংকার’-এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, ডাকাতি, ধর্ষণ, অপহরণ এবং মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।
গত ২৫ এপ্রিল ২০২৫ তারিখ গাইবান্ধা জেলায় অটো মিশুক চালক ও পত্রিকা বিক্রেতা আনিছুর রহমান ঠান্ডা মিয়াকে অজ্ঞাতনামা দুস্কৃতকারীরা ছুরিকাঘাতে মারাত্নকভাবে আহত করে মুমুর্ষু অবস্থায় আনুমানিক ভোর ০৪.৩০ ঘটিকার দিকে গাইবান্ধা সদর থানাধীন স্টেডিয়াম সংলগ্ন পিডিবি নেসকো-১ অফিসের গেটের পাশে ফেলে রেখে যায় এবং অটো মিশুকটি ছিনতাই করে নিয়ে যায়। গত ২৫ এপ্রিল ২০২৫ তারিখ সকাল ০৮.৫৫ মিনিটে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনিছুর মৃত্যুবরণ করেন। পরবর্তীতে আনিছুরের স্ত্রী বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি দস্যুতাসহ হত্যা মামলা রুজু করেন, যার মামলা নম্বর ৩৩, তারিখ- ২৬/০৪/২০২৫। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিভিন্ন গণমাধ্যমে তা ব্যাপকভাবে প্রচারিত হয়।
এই বিষয়ে র্যাব-১৩ এর একাধিক টিম ছায়া তদন্তে নামে এবং মামলার ঘটনায় জড়িতদেরকে প্রাথমিকভাবে শনাক্ত করতে সক্ষম হয়। এরই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গত ০১/০৫/২০২৫ তারিখ সন্ধ্যা ০৬.০০ ঘটিকা থেকে রাত ১২.০০ ঘটিকা পর্যন্ত গাইবান্ধা সদর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বর্ণিত মামলার প্রাথমিক তদন্তেপ্রাপ্ত ০৪ জন আসামীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানাঃ
১. মোঃ কবির আলম (২৭), পিতা-মৃত খলিল মিয়া, স্থায়ী সাং- বানিয়াজান (পশু হাসপাতাল রোড), থানা-গাইবান্ধা সদর, জেলা-গাইবান্ধা
২.মোঃ রাসেল মিয়া (২৮) , পিতা-মোঃ আসলাম মিয়া, মাতা-মোছাঃ হামিদা বেগম, স্থায়ী সাং-থানশিনপুর কাচারি, থানা-গাইবান্ধা সদর, জেলা-গাইবান্ধা
৩. মোঃ শহিদুল ইসলাম @বাবু (৪০), পিতা-মোঃ আনিছুর রহমান, মাতা- ডলি বেগম, সাং-বুজরুক পাটানোছা, থানা- সাদুল্লাপুর, জেলা- গাইবান্ধা
৪. মোঃ রাশেদ মন্ডল (৪২), পিতা- মোসলেম উদ্দিন মন্ডল, মাতা- জবা বেগম, সাং- ক্ষুদ্র রসূলপুর, থানা- সাদুল্লাপুর, জেলা- গাইবান্ধা।
আসামী মোঃ রাশেদ মন্ডলের গ্যারেজ থেকে ছিনতাইকৃত অটো মিশুকটি উদ্ধার করা হয়। ধৃত আসামীদের বিরুদ্ধে চুরি, ছিনতাই, দস্যুতা, মাদকসহ একাধিক মামলা রয়েছে।
উল্লেখ থাকে যে, এর আগেও এই হত্যা মামলার তদন্তেপ্রাপ্ত অন্যতম আসামী মোঃ আরিফ মিয়া (২৫), পিতা- মৃত শাহজাহান ঘটক, স্থায়ী সাং- ডেভিড কোম্পানী পাড়া, থানা-গাইবান্ধা সদর, জেলা- গাইবান্ধা’কে গত ২৭/০৪/২০২৫ তারিখ সন্ধ্যা ১৮:২০ ঘটিকায় র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্প গ্রেফতার করেছিলো।
মোঃইসমাইল সিরাজী
গাইবান্ধা।
২ মে ২৫.