গাইবান্ধায় পেপার বিক্রেতা ও অটোচালক ঠান্ডা মিয়ার হত্যাকারীদেরকে দ্রুত বিচার দাবিতে মানববন্ধন করেছেন স্বজনেরা,

গাইবান্ধার স্টেডিয়াম সংলগ্ন এলাকায় আনিছ মিয়া ঠাণ্ডা (৪৫) নামের এক চালককে খুন করে তার মিশুক গাড়ী নিয়ে যায় ছিনতাইকারী দল।
শুক্রবার (২৫ এপ্রিল) পরে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনিছ মিয়া ঠাণ্ডা।
নিহত ঠান্ডা মিয়া গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের বাগুরিয়া গ্রামের মৃত হামিদ মিয়ার ছেলে।
স্বজনরা জানায়, আনিছ মিয়া ঠাণ্ডা (৪৫) প্রায় দুইযুগ ধরে পত্রিকা হাকারি করতেন। এরই মধ্যে সংসারে টানাপোড়েনের একপর্যায়ে সেই ব্যবসা ছেড়ে কয়েকমাস আগে ঋণের মাধ্যমে একটি চার্জার মিশুগাড়ী কিনে গাইবান্ধা শহরে ভাড়া মারতেন। এই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতের কোন এক সময় ছিনতাইকারীরা শরীরের বিভিন্ন স্থানে ঠান্ডাকে ছুরিকাঘাত করে তার মিশুগাড়ীটা নিয়ে যায়। শুক্রবার ভোরবেলায় সেখানে মুমূর্ষ অবস্থায় পড়ে থাকতে দেখে বিদ্যুৎ অফিসের লোকজন ঠান্ডাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করান। এরপর তার অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক ঠান্ডাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। শুক্রবার সকালের দিকে এ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ঠান্ডা মিয়া মৃত্যুর কোলে ঢলে পড়েন।
২৭/০৪/২৫ আজ দুপুর ১২ ঘটিকার সময় গাইবান্ধা শহরে নিহত ঠান্ডা মিয়ার হত্যাকারীদেরকে অবিলম্বে গ্রেফতার ও আইনের আওতায় এনে ফাঁসির দাবিতে মানববন্ধন হয়,বক্তারা বলেন,অবিলম্বে এই খুনের তদন্ত এবং বিচারের দাবি জানাই, নিহত ঠান্ডা মিয়ার আত্মীয়-স্বজনেরা বলেন অবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে না হলে এর চেয়ে বড় ধরনের আন্দোলন করবে নিহত স্বজনেরা জানান,