মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁয় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত রাঙ্গুনিয়া উপজেলা সরকারি কর্মচারী ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত শেরপুরের নকলায় ২ ফার্মেসীকে ২০ হাজার টাকা জরিমানা। গাইবান্ধার সাদুল্লাপুরে গরুরঘর সহ পুড়ে ছাই আগুনে দগ্ধ কৃষক বাউফলে আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন পবিপ্রবি’তে ছাত্ররাজনীতি বহালের দাবিতে  স্মারক লিপি প্রদান পিরোজপুরে বাংলাদেশ মৎস্যজীবী ফেডারেশনের উদ্যোগে পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত বান্দরবানে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ২ জন শিক্ষক অব্যাহতি পরিক্ষা শুরুর সাথেই

গাইবান্ধার সাদুল্লাপুরে গরুরঘর সহ পুড়ে ছাই আগুনে দগ্ধ কৃষক

(মোঃইসমাইল সিরাজী) গাইবান্ধা প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
গাইবান্ধার সাদুল্লাপুরে গরুরঘর সহ পুড়ে ছাই আগুনে দগ্ধ কৃষক
গাইবান্ধার সাদুল্লাপুরে গরুরঘর সহ পুড়ে ছাই আগুনে দগ্ধ কৃষক


গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জাহাঙ্গীর আলম নামের এক কৃষকের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গোয়াল ঘরসহ দুটি ঘর পুড়ে ছাই হয়। এতে মারা গেছে একটি গরু। দগ্ধ হয়েছে আর দুটি। একইসঙ্গে আগুনে ঝলছে গেছে এই কৃষকের শরীর।
সোমবার (২৮ এপ্রিল) সরেজমিনে দেখা গেছে- আগুনে পুড়ে যাওয়া বাড়িটির বীভৎস দৃশ্য। এসময় ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন চরম দুশ্চিন্তায় ছিলেন ।

এর আগে রোববার (২৭ এপ্রিল) দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত খোকা মিয়ার ছেলে জাহাঙ্গীর আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ওইসময় হঠাৎ করে জাহাঙ্গীরের গোয়াল ঘরে আগুন লেগে যায়। এরপর আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে পাশের রান্না ঘরেও আগুন ধরে। মুহূর্তে এলাকাবাসী এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে সাদুল্লাপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। গোয়াল ঘরের কয়েল থেকে আগুনের সুত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত জাহাঙ্গীর আলম বলেন, আগুনের তান্ডপের সময় গোয়াল ঘর থেকে গরু বাঁচাতে গিয়ে আমি নিজেই দগ্ধ হয়েছি। এখন হাসাপাতালে চিকিৎসাধীন আছি। এছাড়া দুইটি গরু দগ্ধ ও একটি গাভী আগুনের পুড়ে মারা গেছে। এতে প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি হয়।

জামালপুর ইউনিয়ন চেয়ারম্যান জাহিদ হাসান শুভ জানান, ওই বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি লোকমুখে শুনেছি। এ ব্যাপারে সরেজমিনে খোঁজ নেওয়া হবে।

সাদুল্লাপুর উপজেলা পাণিসম্পদ কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে সোমবার ঘটনাস্থলে যাওয়া হয়। সেখানে দগ্ধ পশুর চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া আরও সহযোগীতা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর