গাইবান্ধা জেলা জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত

জাতীয় সাংবাদিক সংস্থা গাইবান্ধা জেলা শাখার মত বিনিময় সভা ৯ মে শুক্রবার সকালে গোবিন্দগঞ্জ উপজেলা শাখা কার্য্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধা জেলা শাখার সহ সভাপতি জিল্লুর রহমান সরকারের সভাপতিত্বে ও জেলা কমিটির সাধারণ সম্পাদক সাজাদুর রহমান সাজুুর পরিচালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সংগ্রামী মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক শিপন আলী, প্রেস ক্লাবের সহ সভাপতি জাহিদুর রহমান প্রধান টুকু, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কাশেম, সাঘাটা উপজেলা শাখার সভাপতি সোলায়মান আলী, সাধারণ সম্পাদক আনসারুজ্জামান রেজওয়ান, পলাশবাড়ী শাখার সদস্য জুয়েল রানা, গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি শাহীন আলম, সাংগঠনিক সম্পাদক মুক্তার সরকার, দপ্তর সম্পাদক জাফর ইকবাল রানা, সমাজকল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম খোকন, প্রচার সম্পাদক সামছুল আলম,সদস্য ইসমাইল হোসেন সিরাজী, গোপাল দেব,সুলতান আহমেদ, মেহেদী হাসান প্রমুখ।