শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার মানুষ পোপের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন : ভ্যাটিকান ২৯ এপ্রিলের মধ্যে সব পাকিস্তানিকে ভারত ত্যাগের নির্দেশ নয়াদিল্লির মাদ্রিদ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিলেন আলকারাজ এশিয়া-প্রশান্ত অঞ্চলে উন্নয়নে প্রায় ৪০ বিলিয়ন ডলার বরাদ্দের প্রতিশ্রুতি এডিবি’র মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর হবে দেশের অর্থনীতির গেম চেঞ্জার : চবক চেয়ারম্যান বাংলাদেশ পুনর্গঠনে ড. ইউনূসকে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর বাপ-দাদার জমিতে ইপিজেড না করার দাবিতে আবারও উত্তাল সাঁওতালরা চীনের হাসপাতালটি গাইবান্ধায় প্রতিষ্ঠার দাবিতে এক কিলোমিটারব্যাপী মানববন্ধ আখাউড়ায় বোরো ধান সংগ্রহ শুরু মাদারীপুরে জেলা বিএনপি আইনজীবী ফোরামের সাথে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক মত বিনিময় সভা অনুষ্ঠিত

গাজায় ইসরাইলি হামলায় নিহত ২৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত হয়েছে : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
গাজায় ইসরাইলি হামলায় নিহত ২৫
গাজায় ইসরাইলি হামলায় নিহত ২৫ ।। সংগৃহীত ছবি

গাজা উদ্ধারকারী দল ও চিকিৎসকদের ভাষ্যমতে, বৃহস্পতিবার ইসরাইলি বিমান হামলায় অন্তত ২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে গাজা সিটিতে একটি পরিবারের ছয় সদস্য রয়েছেন—যাদের বাড়ি ধ্বংস করে দেওয়া হয়।

গাজা সিটি থেকে এএফপি জানায়, ১৮ মার্চ ইসরাইল তার সামরিক অভিযান আবার শুরু করে, যখন দু’মাসব্যাপী একটি অস্ত্রবিরতি ভেঙে পড়ে যা গাজা উপত্যকায় সাময়িকভাবে সংঘর্ষ থামিয়ে রেখেছিল।

গাজার উত্তরাঞ্চলের সিটিতে ওই পরিবারের বাড়িতে রাতের বেলা হামলা চালানো হয় বলে জানায় সিভিল ডিফেন্স। নিহত ছয়জনের মধ্যে বাবা, মা ও চার সন্তান রয়েছেন। নিহতদের এক আত্মীয় নিদাল আল-সারাফাতি বলেন, ‘কী বলব? এই ধ্বংসযজ্ঞ কাউকেই ছাড়েনি।’

একটি পুরোনো পুলিশ স্টেশনে চালানো অপর এক হামলায় নয়জন নিহত ও অনেকে আহত হয়েছেন বলে জানায় জাবালিয়া এলাকার ইন্দোনেশীয় হাসপাতাল।

ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, জাবালিয়ায় হামলার লক্ষ্য ছিল হামাসের একটি ‘কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র’, যা তাদের ভাষায় ‘সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও বাস্তবায়নে ব্যবহৃত হচ্ছিল।’ তবে এটি পুলিশ স্টেশন কি না, সে বিষয়ে কিছু বলেনি তারা।

অন্যত্র, আশ্রয় হিসেবে ব্যবহৃত তাবুতে চালানো হামলায় পাঁচজন নিহত হন।

গাজার কেন্দ্রীয় শহর জুয়ায়দায় আরেকটি হামলায় তিনজন নিহত হন, যাদের মধ্যে একজন শিশু। দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে একটি বাড়িতে চালানো হামলায় নিহত হয়েছেন আরও দুজন।

ঘটনার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ ফারিস বলেন, ‘আমরা শান্তভাবে বসে ছিলাম, তখনই মিসাইল এসে পড়ে… কিছুই বুঝতে পারছি না, কী হচ্ছে!’

১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন অভিযানের পর থেকে এখন পর্যন্ত গাজায় কমপক্ষে ১,৯৭৮ জন নিহত হয়েছেন। গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৫১,৩৫৫ জনে।

এই যুদ্ধ শুরু হয়েছিল ২০২৩ সালে হামাসের নেতৃত্বে ইসরাইলে চালানো এক হামলার পর, যাতে ১,২১৮ জন নিহত হন—যাদের বেশিরভাগই ছিলেন বেসামরিক নাগরিক।

বাংলার সংবাদ/ এস এম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর