গৌরীপুর প্রেসক্লাবের সাত সাংবাদিক আ.লীগের হাল ধরতে চান

দীর্ঘ ১৯ বছর পর আগামীকাল বুধবার (১৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এ সম্মেলনে দলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করেছেন গৌরীপুর প্রেসক্লাবের সাতজন সাংবাদিক। তারমধ্যে সভাপতি পদে দু’জন, সাধারণ সম্পাদক পদে চারজন ও সাংগঠনিক সম্পাদক পদে একজন লড়ছেন।
এতে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করেন গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলাম এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন আহমেদ।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন- প্রেসক্লাবের সাবেক সভাপতি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, প্রেসক্লাবের সাবেক সভাপতি উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মিন্টু, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাবেক ছাত্রলীগ নেতা সাদেকুর রহমান সেলিম ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক আবু কাউছার চৌধুরী রন্টি।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হতে চান প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাবেক ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন শাহীন।
গৌরীপুর প্রেসক্লাবের আহবায়ক এইচএম খায়রুল বাসার ও সদস্য সচিব মশিউর রহমান কাউসার বিষয়টি নিশ্চিত করে সম্মেলনে তাঁদের সাফল্য কামনা করেছেন।