গ্রাম্য আদালতের এজলাসে জাতীয় নাগরিক পার্টির ‘মতবিনিময় সভা’!

শেরপুর সদর উপজেলার ১৪ নং বেতমারী ঘুঘরাকান্দি ইউনিয়ন পরিষদের গ্রাম্য আদালতের এজলাসে বিগত ইং ১৭/৫/২০২৫ তারিখে বিকেল আনুমানিক ৪.৩০ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টির আয়োজনে একটি ‘মতবিনিময় সভা’। বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত সরকারি কক্ষ রাজনৈতিক কর্মসূচিতে ব্যবহৃত হওয়ায় প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাতীয় নাগরিক কমিটির শেরপুর জেলা প্রতিনিধি লিখন মিয়া ও দূর্জয় মামুন সভাটির আয়োজন করেন। দলীয় কর্মীদের উপস্থিতিতে সেখানে সাংগঠনিক কৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। অথচ, গ্রাম্য আদালত একটি সংবিধিবদ্ধ বিচারিক কাঠামো, যেখানে ইউনিয়নবাসীর অভিযোগের ভিত্তিতে স্বল্প শাস্তিযোগ্য মামলাগুলোর নিষ্পত্তি হয়। আদালতের এজলাস রাজনৈতিক সভার জন্য ব্যবহার করার বিষয়টিকে আইনজ্ঞরা নজিরবিহীন এবং চরম দায়িত্বজ্ঞানহীন আচরণ বলে মন্তব্য করেছেন।
উক্ত বিষয়ে অবগত হওয়ার পর শেরপুর জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবীগন ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন।
বিশ্বস্ত একটি সূত্র জানায়, লিখন মিয়া ভীমগঞ্জ এলাকার বাসিন্দা হলেও জুলাই বিপ্লবের সময় শেরপুরে সক্রিয় ছিলেন না। হাছিনা সরকারের পতনের পর তিনি আন্দোলনকারী ছাত্রদের সাথে সম্পৃক্ত হন এবং নিজেকে ঢাকার আন্দোলনের কর্মী হিসেবে পরিচয় দিয়ে স্থানীয়দের সমর্থন পাওয়ার চেষ্টা করেন।
অপরদিকে, দূর্জয় মামুন সম্পর্কে জানা গেছে, তিনি আওয়ামী লীগ ঘরানার রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। তার পিতা একজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা। দূর্জয় মামুনের বিরুদ্ধে অতীতে বিগত ইং ৫/৮/২০২৪ তারিখে জেলা কারাগারে হামলা এবং জেলা কারাগার ভাঙার ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে।
জাতীয় নাগরিক কমিটির এক স্থানীয় প্রতিনিধি, নাম প্রকাশে অনিচ্ছুক অবস্থায় জানান, “লিখন ও মামুন এখন নিজেদের আধিপত্য বিস্তারের লক্ষ্যে প্রকৃত আন্দোলনকারীদের বাদ দিয়ে বিতর্কিত, দুর্নীতিপরায়ণ ও পতিত আওয়ামী ঘরানার ব্যক্তিদের জাতীয় নাগরিক কমিটিতে স্থান দিয়েছেন। তারা শহীদের রক্তের ঋণ ভুলে গিয়ে দলীয় আদর্শের বদলে ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দিচ্ছেন।”
ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সরকারি বিচারিক কক্ষ রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহারের ঘটনাটি জনমনে গভীর উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে।