গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে সলঙ্গায় দোয়া মাহফিল
২১ আগস্ট বঙ্গবন্ধু কন্যা দেশরত্ম শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত আইভি রহমান সহ সকল শহীদদের স্বরণে প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল করেছে সিরাজগঞ্জের সলঙ্গা থানা আওয়ামীলীগ।
সোমবার (২১ আগস্ট) বিকেলে সলঙ্গা থানা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভুর পরিচালনায় বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি,সলঙ্গা থানা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ফণি ভূষন পোদ্দার,সলঙ্গা থানা কৃষকলীগের সভাপতি আব্দুল হান্নান নান্নু,সলঙ্গা থানা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক, রিয়াদুল ইসলাম ফরিদ,থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম তালুকদার,সলঙ্গা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম সেলিম,তাওহীদুর রহমান বাচ্চু প্রমুখ।