চট্টগ্রাম প্রেসক্লাব সদস্য সচিব জাহিদুল করিম কচিকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সন্দ্বীপে মানববন্ধন

সন্দ্বীপ উপজেলা প্রেসক্লাব ও জাতীয় সাংবাদিক সংস্থার সন্দ্বীপ শাখার যৌথ আয়োজনে চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচিকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সন্দ্বীপে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৪ টার সময় উপজেলার এনাম নাহার মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, “একজন সিনিয়র সাংবাদিক ও সংগঠনের দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিকে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনা শুধু ন্যক্কারজনকই নয়, তা মুক্ত সাংবাদিকতার উপর সরাসরি আঘাত।” তারা অবিলম্বে হুমকিদাতাকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাসানুজ্জামান সন্দ্বীপি এবং সঞ্চালনা করেন জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সাধারণ সম্পাদক মোবারক হোসাইন। জাতীয়তাবাদী শ্রমিক দল সন্দ্বীপ উপজেলার সাধারণ সম্পাদক নাসির উদ্দীন বাবুল সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।মানব বন্ধনে সাংবাদিকদের মধ্যে আরো বক্তব্য প্রদান করেন চারু মিল্লাত, ইলিয়াছ সুমন, নওশাদ আকরাম, মাহমুদুর রহমান, নুর মোস্তফা আলী হাসান, মোহাম্মদ শাকিল খান, এমদাদ হোসেন, জাহেদুল ইসলাম শিহাব, শাহাদাত হোসেন, আমিনুল ইসলাম, এবং পেশাজীবি সংগঠন থেকে মতিউর রহমান সহ বিভিন্ন সামাজিক সংগঠন থেকে নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
বক্তারা বলেন, “একজন সিনিয়র সাংবাদিক ও সংগঠনের দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিকে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনা শুধু ন্যক্কারজনকই নয়, তা মুক্ত সাংবাদিকতার উপর সরাসরি আঘাত।” তারা অবিলম্বে হুমকিদাতাকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। এবং রাষ্ট্রের কাছে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে কর্মসূচি শেষ করেন।