শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ড্রেন থেকে আ. লীগ নেতার মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে একটি ড্রেন থেকে নাচোল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামরুল হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার ভোরে হাঁকরইল মাঠের পেয়ারা বাগানের পাশে একটি ড্রেনে কামরুল হাসানের মরদেহ পড়ে আছে বলে পুলিশকে জানান স্থানীয়রা।
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলেও জানিয়েছেন তিনি।
প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড নয় বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে।
এদিকে, কামরুল ইসলাম মাদকাসক্ত ছিলেন বলে দাবি এলাকাবাসীর। এছাড়া তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপেও ভুগছিলেন বলে জানায় স্থানীয়রা।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর