চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতকারী মাদারীপুরে এক প্রতারক গ্রেফতার

পুলিশের স্পেশাল ব্রাঞ্চ সহ সরকারী বিভিন্ন দপ্তরে চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা পূর্বক অর্থ আত্মসাতের অভিযোগে দায়েরকৃত মামলায় মাদারীপুর সদরের কেন্দুয়া ইউনিয়নের বাহাদুরপুর ৬নং ওয়ার্ডের মৃত-কৃষ্ণ কান্ত ভক্তের এজাহার নামীয় পুত্র কমলেশ ভক্ত (৪৩)- কে গ্রেফতার করেছে জেলা পুলিশ প্রশাসনের একটি টিম। ১লা মে বৃহসপতিবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমার নির্দেশনায় গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম মাদারীপুর সদর থানার পুলিশ ফোর্স সমেত উক্ত প্রতারক-কে অভিযান চালিয়ে কেন্দুয়া ইউনিয়নের বাহাদুরপুর থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশ বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ডিবি) মোঃ রফিকুল হুদার কাছে জানতে চাইলে তিনি মুঠোফোনে জানান,এজাহার ও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করার পরে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, ইতিমধ্যে আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট আসামী-কে মাদারীপুর বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছেন।