চাটমোহরে ৯ আ.লীগ-ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পাবনার চাটমোহর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৯ আওয়ামীলীগ-ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার মূলগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বালুদিয়ার গ্রামের মো. সিরাজুল ইসলাম (৪৫), মথুরাপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা জবেরপুর গ্রামের মো. মকবুল হোসেন (৫৩), স্বেচ্ছাসেবকলীগ নেতা সারোড়া গ্রামের মো. জাকির হোসেন (৩৮), আওয়ামীলীগ নেতা পৌর সদরের বালুচর মহল্লার মো. আব্দুল ওহাব (৫৫), হান্ডিয়াল ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হোসেনপুর গ্রামের মো. আব্দুস সামাদ (৪৫), আওয়ামীলীগ নেতা মো. ছকির উদ্দিন (৫৫), আওয়ামীলীগ নেতা মো. আলতাফ হোসেন (৫২), ফৈলজানা ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা চকমরম গ্রামের মো. আজিজুল হক (২৫) এবং ফৈলজানা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা কুয়াবাসী গ্রামের মো. রবিউল ইসলাম রাসেল (৩৫)।
চাটমোহর থানা অফিসার ইনচার্জ মো. মঞ্জুরুল আলম জানান, বৃহস্পতিবার (৮ মে’২৫) রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে আসামীদের গ্রেপ্তার করা হয়। আসামী সিরাজুল একটি মারপিটের মামলার এবং অন্য গ্রেপ্তারকৃতরা চাটমোহর থানার ২টি বিস্ফোরক মামলার আসামী। শুক্রবার তাদের পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।