শিরোনাম
চামড়া পাচার রোধে হিলি সীমান্তে বাড়তি সতকর্তা
দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধপথে চামড়া পাচার ঠেকাতে সীমান্তে বাড়তি সতর্কতামুলক ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম।
পাচার রোধে ‘জিরো টলারেন্স’ ব্যবস্থার উল্লেখ করে তিনি বলেন, চামড়া আমাদের দেশের সম্পদ। এটি যাতে কোনোক্রমেই অবৈধপথে বাংলাদেশ থেকে ভারতে পাচার হয়ে যেতে না পারে সেজন্য সীমান্তে বাড়তি সতর্কতামুলক ব্যবস্থা নেয়া হয়েছে।
ব্যাটালিয়ন অধীন বিজিবির পোস্ট ও ক্যাম্পে এ বিষয়ে বাড়তি সতর্কতামুলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে। সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি বাড়তি টহল দেয়া হবে। সীমান্ত এলাকায় চলাচলরতদের ওপর সার্বক্ষণিক নজরদাড়ি করা হচ্ছে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর