ছাত্রলীগ নেতা ক্লিনটনের হত্যাকারীদের ফাঁসির দাবি

পিরোজপুর জেলার মঠবাড়িয়া পৌর ছাত্রলীগ নেতা ক্লিনটন ওরফে টিটু মজুমদার হত্যার প্রধান আসামি আব্দুল্লাহ আল মারজানসহ সকল আসামিদের ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ জুলাই) মঠবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
ক্লিনটন হত্যা মামলার প্রধান আসামি মারজান বরগুনা পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া গ্রামের হায়দার আলীর ছেলে এবং বরগুনা জেলা ছাত্রলীগের নবনির্বাচিত কমিটির সাংগঠনিক সম্পাদক। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ক্লিনটনের বাবা অরূপ মজুমদার। এ সময় ক্লিনটনের মা দিপালী মজুমদার এবং পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১২ সালের হত্যা মামলায় উল্লেখিত আসামিরা ক্লিনটনকে পরিকল্পিতভাবে অপহরণ করে। এরপর তাকে হত্যা করে লাশ খালে ফেলে দেয়। মঠবাড়িয়া উপজেলার কালির হাট এলাকায় বড়মাছুয়া খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ২০১২ সালের ৯ মে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা বিজ্ঞ আদালতে অভিযোগ পত্র দাখিল করার পর মামলাটি বিচারাধীন রয়েছে।
সংবাদ সম্মেলনে অরূপ মজুমদার তার ছেলের হত্যাকারীদের বিচার দাবি করে বলেন, মামলার প্রধান আসামি মারজান ছাত্রলীগের নতুন জেলা কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদ পাওয়ায় প্রভাবশালী হয়ে উঠেছে। সে এখন ওই পদ পদবী ব্যবহার করে বিভিন্ন কৌশলে আমাদের হুমকি প্রদান করছে। আমরা অনেকটা নিরাপত্তাহীনতায় ভুগছি।