রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম
মহালছড়ি উপজেলাসহ কাপ্তাই হ্রদে ৩ মাস মাছ ধরা ও শিকার করা নিষিদ্ধ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে আরও বেশি হারে ফোর্স নেয়ার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার একনেকে ১৩ হাজার ৫২৫ কোটি টাকা ব্যয়ে বে টার্মিনাল নির্মাণ প্রকল্প অনুমোদন প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা স্থানীয় সরকার সংস্কার কমিশনের গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো দিন : চিফ প্রসিকিউটর স্মারক স্বর্ণমুদ্রার দাম পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক নেপালে স্বর্ণের খোঁজে বাংলাদেশ টেবিল টেনিস দল গাজার উদ্ধারকর্মীরা বলছেন, ই স রা ইলি বিমান হাম লা য় ২৫ জন নি হ ত হয়েছে প্রধান উপদেষ্টা কাল কাতার যাচ্ছেন জাতিসংঘকে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশি নারীদের সংখ্যা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার

জমজমাট আয়োজনের মধ্যদিয়ে শেষ হলো ‘গাজী লুৎফর রহমান অরুণ স্মৃতি টুর্নামেন্ট’ 

শাহ আলী জয়
প্রকাশিত হয়েছে : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩

জমজমাট আয়োজনের মধ্যদিয়ে শেষ হলো বীর মুক্তিযোদ্ধা গাজী লুৎফর রহমান অরুণের স্মরণে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট ‘গাজী লুৎফুর রহমান অরুণ স্মৃতি টুর্নামেন্ট’। এ বছর টুর্নামেন্টটির তৃতীয় সিজন অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৩ জানুয়ারি) বসুন্ধরা আবাসিক এলাকায় শুরু হয় দুইদিনব্যাপী এই টুর্নামেন্ট। টুর্নামেন্টের আয়োজন করে সামাজিক সংগঠন অরুণ ফাউন্ডেশন।
অরুণ ফাউন্ডেশনের আয়োজনে এবারের টুর্নামেন্টে অংশগ্রহণ করে ১২টি দল। ফাইনালে পাগলা পাওয়ার হাউজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় টিম ডব্লিউ।
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় দুইদিনব্যাপী আয়োজিত টুর্নামেন্টটি শুক্রবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে পাগলা পাওয়ার হাউজ বনাম হার্ড ডিফেন্ডার্স ম্যাচের মধ্যে দিয়ে শুরু হয়। শনিবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় হার্ড ডিফেন্ডার্স এবং টিম ডব্লিউ। প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে হার্ড ডিফেন্ডার্সকে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় টিম ডব্লিউ। অপর সেমিফাইনালে পাগলা পাওয়ার হাউজের মুখোমুখি হয় টিম আরআর। জমজমাট ম্যাচে টিম আরআরকে হারিয়ে দ্বিতীয় ফাইনালিস্ট হিসেবে ফাইনালে পৌঁছে যায় পাগলা পাওয়ার হাউজ। তিন ম্যাচের সিরিজ ফাইনালে পাগলা পাওয়ার হাউজকে ২-০ তে হারিয়ে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয় টিম ডব্লিউ। প্রথম দুই ম্যাচে টানা জয়লাভ করে ফাইনালের সিরিজ জিতে নেয় দলটি।
ফাইনালে বিজয়ী দল টিম ডব্লিউর হাতে ট্রফি তুলে দেন টুর্নামেন্টের আয়োজক অরুণ ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ‘ব্যাডমিন্টন বাডিস অফ বসুন্ধরা’র প্রেসিডেন্ট গাজী শারাফুদ্দিন হাসান খান ইমন। এই সময় আরো উপস্থিত ছিলেন ‘ব্যাডমিন্টন বাডিস অফ বসুন্ধরা’র প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল রানা ও সাধারণ সম্পাদক মেজবাউল আবেদীন সহ টুর্নামেন্টের আয়োজক কমিটির অন্যান্য সদস্যরা। পুরস্কার বিতরণীর পরে অরুণ ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি সারপ্রাইজ ‘র‌্যাফেল ড্র’ অনুষ্ঠিত হয়।
সমাপনী বক্তব্যে টুর্নামেন্টের আয়োজক অরুণ ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ‘ব্যাডমিন্টন বাডিস অফ বসুন্ধরা’র প্রেসিডেন্ট গাজী শারাফুদ্দিন হাসান খান ইমন বলেন, ‘মাদকমুক্ত যুব সমাজ গড়তে খেলাধুলার ভূমিকা অপরিহার্য। আগামীতেও এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করা হবে। সুস্থ ও সুশৃঙ্খল যুব সমাজ গঠনে কাজ করবে অরুণ ফাউন্ডেশন। দেশের বিভিন্ন স্থানেই অরুণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন করা হবে।’
বীর মুক্তিযোদ্ধা গাজী লুৎফর রহমান অরুণ ছিলেন মহান মুক্তিযুদ্ধে পলাশডাঙ্গা যুব শিবিরের ব্যাটালিয়ন কমান্ডার ও প্রধান অস্ত্ৰ প্রশিক্ষক। সিরাজগঞ্জের মহান মুক্তিযুদ্ধের এক বীর সৈনিক গাজী লুৎফর রহমান অরুণ। সিরাজগঞ্জ জেলায় পাক বাহিনীর সাথে সম্মুখ ও গেরিলা যুদ্ধে যে সকল মুক্তিযুদ্ধের সংগঠক ও মুক্তিযোদ্ধা নেতৃত্ব প্রদান করেছিলেন, গাজী লুৎফর রহমান অরুণ ছিলেন তাদের মধ্যে অন্যতম। ২০১৪ সালের ১৫ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন এই বীর সন্তান। তার স্মরণে প্রতিষ্ঠিত হয় সামাজিক সংগঠন অরুণ ফাউন্ডেশন ও সাংস্কৃতিক সংগঠন অরুণ ফিল্ম সোসাইটি। সংগঠনটির দায়িত্বে আছেন গাজী লুৎফর রহমান অরুণের সহধর্মীনি শাহনারা রহমান। তার সন্তানেরাও এই সংগঠনটির সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন। প্রতি বছর বীর মুক্তিযোদ্ধা গাজী লুৎফর রহমান অরুণের স্মৃতিচারনায় ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করেন তার কনিষ্ঠ পুত্র গাজী শারাফুদ্দিন খান ইমন। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন আয়োজনের মাধ্যমে স্মরণ করা হয় এই বীর মুক্তিযোদ্ধাকে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর