বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী ৭ জুন পবিত্র ঈদুল আজহা  বিটকয়েন ট্রেজারি’র জন্য প্রায় ২.৫ বিলিয়ন ডলার সংগ্রহ করবে ট্রাম্প মিডিয়া যুক্তরাষ্ট্র, জার্মানিসহ পাঁচ দেশে আনুষ্ঠানিক আম রপ্তানি শুরু ১১ অক্টোবর নামিবিয়া-দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক ম্যাচ ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে ইসরাইলকে স্বীকৃতি দিতে প্রস্তুত ইন্দোনেশিয়া : প্রেসিডেন্ট প্রাবোয়ো হজের জন্য ৭০,৫৮৮ জন বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন ড. ইউনূসের সঙ্গে নিপ্পন ফাউন্ডেশন প্রধানের সাক্ষাৎ ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন প্রধান উপদেষ্টা সন্দ্বীপে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, গলায় ক্ষতচিহ্ন, জিজ্ঞাসাবাদে দুইজন আটক চাটমোহরে ৩ যুবতীর আত্মহত্যার চেষ্টা।। একজনের মৃত্যু

জাপানকে হারিয়ে বিশ্বের শীর্ষ ঋণদাতার মর্যাদায় জার্মানি 

অনলাইন ডেস্ক
প্রকাশিত হয়েছে : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
জাপানকে হারিয়ে বিশ্বের শীর্ষ ঋণদাতার মর্যাদায় জার্মানি 
সংগৃহীত ছবি

বিশ্বের শীর্ষ ঋণদাতার মর্যাদা হারালো জাপান। জাপান দীর্ঘ ৩৪ বছর পর আর বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশ নেই। জার্মানির কাছে তারা এই মর্যাদা হারিয়েছে। যদিও গত বছর জাপানের বৈদেশিক সম্পদের পরিমাণ রেকর্ড পরিমাণে বেড়েছিল বলে মঙ্গলবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

জাপানের অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যের বরাত দিয়ে টোকিও থেকে এএফপি জানিয়েছে, ২০২৪ সালের শেষ নাগাদ জাপানের নিট বৈদেশিক সম্পদের পরিমাণ ছিল ৫৩৩.০৫ ট্রিলিয়ন ইয়েন (প্রায় ৩.৭ ট্রিলিয়ন ডলার), যা আগের বছরের তুলনায় ১২.৯ শতাংশ বেশি। যেখানে জার্মানির নিট বৈদেশিক সম্পদ ছিল ৫৬৯.৬৫ ট্রিলিয়ন ইয়েন, যা জাপানের চেয়ে বেশি হওয়ায় জার্মানি প্রথম স্থান অধিকার করেছে। জাপান ১৯৯১ সাল থেকে এই তালিকায় শীর্ষে ছিল।

সরকারের মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি বলেন, জাপান সরকার এই পরিবর্তনকে খুব গুরুত্ব দিচ্ছে না। কারণ, নিট বৈদেশিক সম্পদ অনেক বিষয় দ্বারা নির্ধারিত হয়, যেমন আর্থিক সম্পদ ও দায়ের মূল্যের পরিবর্তন এবং অর্থপ্রদানের ভারসাম্য।

তিনি আরও বলেন, ‘এই দিকগুলো বিবেচনা করলে দেখা যায় যে জাপানের বৈদেশিক সম্পদ ধারাবাহিকভাবে বাড়ছে। 

কেবল র‍্যাংকিং পরিবর্তনকে দেশের অবস্থান বদলের বড় কোনো ইঙ্গিত হিসেবে দেখা উচিত নয়।’

অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চীন ৫১৬.২৮ ট্রিলিয়ন ইয়েন নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। এরপর রয়েছে হংকং (৩২০.২৬ ট্রিলিয়ন ইয়েন) এবং নরওয়ে (২৭১.৮৩ ট্রিলিয়ন ইয়েন)।

তথ্য অনুযায়ী, দুর্বল ইয়েনের কারণে জাপানের জন্য বৈদেশিক সম্পদ ও দায় উভয়ই বেড়েছে। তবে বিদেশে ব্যবসায়িক বিনিয়োগ বৃদ্ধির কারণে সম্পদ দ্রুত গতিতে বেড়েছে।

বাংলার সংবাদ/এস এম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর