জামালপুরে বাবার পাশবিকতা থেকে রক্ষা পেল না কিশোরী

জামালপুরের বকশীগঞ্জে মেয়ে ধর্ষণের অভিযোগে পিতাকে গ্রেফতার করেছে পুলিশ।
থানার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৩ আগস্ট মেয়ের মা স্বামীর সাথে ঝগড়া করে ছোট মেয়েকে নিয়ে নিজের বাবার বাড়িতে চলে যান। এরপর সেদিন রাত সাড়ে দশটায় দিকে তার স্বামীর সঙ্গে বড় মেয়ে মাদরাসা পড়ুয়া ছাত্রী বসত ঘরে এক বিছানাতে ঘুমিয়ে পরে। এরপর রাত সাড়ে এগারটার দিকে তার বাবা মেয়েকে মুখ চেপে ধরে বিছানার উপর জোরপূর্বক ধর্ষণ করে।
ভুক্তভোগী কিশোরীর মায়ের দাবি, রাতে আমার মেয়ে কান্নাকাটি করিলে তার বাবা রানা মৃধা (৩৫) মেয়েকে সুকৌশলে ভ্যান গাড়ি দিয়ে তার নানা বাড়ির আঙিনায় নামিয়ে দিয়ে পালিয়ে যায়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, শুক্রবার (৫ আগস্ট) রাতে মেয়ের মা বাদী হয়ে বকশীগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগ করিলে পরদিন ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর রানীগঞ্জ বাজার এলাকা থেকে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, পরে সেদিন সকালে আসামিকে গ্রেফতার দেখিয়ে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।