মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
আখাউড়ায় টয়লেটের খোলা গর্তে পড়ে শিশুর মৃত্যু ফিলিস্তিনে ইসরাইলের হামলার প্রতিবাদে রাঙ্গুনিয়ায় বিক্ষোভ মিছিল ট্রেন থেকে নামতে গিয়ে আহত রাঙ্গুনিয়ার সাবেক সাংসদ নুরুল আলম ইসরায়েলের বিরুদ্ধে ছাত্র জনতা, উলামা সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া ও আহলে সুন্নাত ওয়াল জামাআতের সমন্বিত বিক্ষোভ  বাংলাদেশের খবরে যুক্ত হলেন লিটন হোসাইন জিহাদ মুরাদনগরে গাজায় গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শেরপুরে বকশিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা সহ ৩ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা !! তদন্তের নির্দেশ আদালতের সন্দ্বীপে মাদক সহ গ্রেফতার ২ ফিলিস্তিন ইস্যুতে কী করণীয়, জানালেন আজহারি নেতানিয়াহু বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী : হেফাজত মহাসচিব 

জ্বালানি তেলের ডিলারদের কমিশন বৃদ্ধি করল সরকার

শাহ আলী জয়
প্রকাশিত হয়েছে : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

আন্দোলনের মুখে এবার জ্বালানি তেল সরবরাহকারী ডিলার বা এজেন্টদের কমিশন বৃদ্ধি করে গেজেট প্রকাশ করেছে সরকার। কিন্তু কমিশন বৃদ্ধির পরিমাণ অনেক কম হয়েছে দাবি করে অসন্তোষ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। যদিও বর্তমানে তারা কত কমিশন পাচ্ছেন সেটি নির্দিষ্ট করে বলতে পারেননি পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের একাংশের সভাপতি।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে প্রকাশিত গেজেট অনুযায়ী, প্রতি লিটার অকটেন বিক্রি করে ৪.২৮ শতাংশ (১০০ টাকার তেল বিক্রি করে ৪ টাকা ২৮ পয়সা), পেট্রলে ৪.৩৪ শতাংশ, কেরোসিনে ২ শতাংশ এবং ডিজেলে ২.৮৫ শতাংশ কমিশন পাবেন ডিলার বা এজেন্টরা। পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের (একাংশ) সভাপতি মোহাম্মদ নাজমুল হক বলেন, নতুন করে যে কমিশন নির্ধারণ করা হয়েছে তাতে লাভ খুবই সামান্য হবে। এছাড়া কবে থেকে এই কমিশন কার্যকর হবে সেটাও গেজেটে উল্লেখ করা হয়নি। এটা একটা শুভংকরের ফাঁকি। এসব করে তেল ব্যবসায়ী আর সরকারের মধ্যে সংঘাত সৃষ্টির চেষ্টা করছে আমলারা।তিনি বলেন, আমাদের দাবি ছিল ৭ শতাংশ করার। কিন্তু সরকার সেটি করেনি। নতুন গেজেট অনুযায়ী প্রতি লিটার অকটেন ও পেট্রল বিক্রি করে আগের চেয়ে ৫০ পয়সা এবং ডিজেলে ২৮ পয়সা কমিশন বেশি পাব। কিন্তু এটি খুবই সামান্য।

তবে পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের অপর অংশের মহাসচিব মো. মিজানুর রহমান রতন অবশ্য নতুন কমিশনে খুশি। তিনি জানান, ‘সরকার আমাদের দীর্ঘদিনের দাবি পূরণ করল। আমরা এতে খুশি হয়েছি। জ্বালানি তেল বিক্রির কমিশন বৃদ্ধিসহ তিন দফা দাবিতে ৩ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল উত্তোলন, বিতরণ ও পরিবহন বন্ধ করে দেয় জ্বালানি তেল ব্যবসায়ী ও শ্রমিকরা। এর ফলে ব্যাপক জনদুর্ভোগ বেড়ে যায়। একদিনের মাথায় সরকারের আশ্বাসে শেষ পর্যন্ত ধর্মঘট প্রত্যাহার করে নেন তারা। কমিশন এজেন্ট হিসেবে প্রজ্ঞাপন জারিসহ একে একে তাদের সব দাবি পূরণ করেছে সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর