ঝিঁনাইদহের মহেঁপুর সিমান্তে ফেনসিডিল সহ ১৭ জন কে আ/ট/ক করে মহেঁশপুর (৫৮) বিজিবি
শিরোনাম
ঝিঁনাইদহের মহেঁপুর সিমান্তে ফেনসিডিল সহ ১৭ জন কে আ/ট/ক করে মহেঁশপুর (৫৮) বিজিবি

ঝিঁনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অধিনস্থ পলিয়ানপুর।
ও খোসালপুর বিওপি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে মানব
চো/রা/চা/লা/নে/র সময় ১৭জন কে আটক করা হয়।
এর মধ্যে ৬ জন নারী,৪ জন পুরুষ ও ৭ জন শিশু রয়েছে।
আটককৃতে*র বাড়ী খুলনা,মাদারীপুর ও নোয়াখালী জেলায়।
এসময় মহেঁশপুর উপজেলার কাজিরবেড় গ্রামের আব্দুর রাজ্জাক এর ছেলে আল আমিন হোসেন (২৬) কে ৪ বোতল ফেনসিডিল সহ এক মাদক কারবা*রি কে আটক করেন।
শনিবার সন্ধা ৭ সময় (৫৮) বিজিবি সংবাদ বিজ্ঞপ্ততে এ তথ্য জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় শনিবার বিকেলে পর্যন্ত পলিয়ানপুর, বাগাডাঙ্গা, খোঁশালপুর বি ও পির টহল দল সীমান্ত এলাকায় পৃথকভাবে অভিযান চালিয়ে ২১ জন বাংলাদেশী নাগরিকে আটক করেন।
জব্দকৃত মাদক ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনত পুরোকীয়ার মাধ্যমে স্যোপর্দ করা হয়েছে বলে জানায় বিজিবি।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর