তাড়াশে অভিযান চালিয়ে ১৮শ পিচ ইয়াবা উদ্ধার

সিরাজগঞ্জের তাড়াশ থানা পুলিশ হানিফ পরিবহনে অভিযান চালিয়ে ১৮শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ফারুক মিয়া ( ৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে তাড়াশ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ওসি তদন্ত নুরে আলম। থানা পুলিশ সুত্রে জানা গেছে, গত বুধবার গভীর রাতে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের মান্নান নগড় নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একজন যাত্রী ১৮০০ পিচ ইয়াবা সহ রাজশাহী যাচ্ছিলেন।
এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা সহ তাকে আটক করা হয়। আটককৃত ইয়াবা ব্যবসায়ী ফারুক মিয়া কুমিল্লা জেলার দেবিদার উপজেলার ছোটনা গ্রামের আব্দুল গফুরের ছেলে। বৃহস্পতিবার বিকেলে ইয়াবা চোরাচালান মামলায় ফারুক মিয়াকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে তাড়াশ থানার ওসি তদন্ত নুরে আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাইওয়ের মান্নান নগড় নামক স্থানে হানিফ পরিবহনের যাত্রী ফারুক মিয়াকে ১৮শ পিচ ইয়াবা ট্যাবলেট আটক করা হয়েছে।