তাড়াশে আ.লীগ নেতাকে জড়িয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই সরকারকে জড়িয়ে ষড়যন্ত্র মূলক মিথ্যা সংবাদ ও কটুক্তির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন সংগঠনের প্রায় ২হাজার নেতাকর্মী।
বুধবার (১১জানুয়ারী) সকালে উপজেলার নওগাঁ বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ও ওয়ার্ড আ.লীগের সভাপতি শহিদুল ইসলাম তারার সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, নওগাঁ ইউনিয়নে ৫নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আক্কাস আলী, ওয়ার্ড আ.লীগের সভাপতি কোরবান আলী, ইউনিয়ন আ.লীগের নেতা মোবারক হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান, সাধারন সম্পাদক শাহিন ফকির, ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, নওগা জিন্দানী ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমানসহ আরো অনেকেই।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তরা বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই সরকার একজন সৎ ও নীতিবান,জনবাবন্ধব নেতা। তার জনপ্রিয়তার ইশ্বার্নীত হয়ে তাকে হেয় করতে আওয়ামী লীগ থেকে বহিস্কৃত কয়েকজন মাজারের অর্থ আতœসাৎকারী ব্যাক্তি ষড়যন্ত্রে মেতে উঠেছে। আমরা নওগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা সেই মিথ্যা ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

Exif_JPEG_420