তাড়াশে কলেজের অধ্যক্ষ ও দলিল লেখককে জড়িয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ
সিরাজগঞ্জের তাড়াশে মাধাইনগড় আদিবাসী কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান, ও দলিল লেখক রেজাউল করিম বাচ্চুকে জড়িয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে।
ঘটনাটি গত ১৪জুন বুধবার তাড়াশ পৌর এলাকার জাহাঙ্গীরগাতী গ্রামে ঘটেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, জাহাঙ্গীরগাতী গ্রামে ওয়াজেদা খাতুন ও মজনু মিয়ার মধ্যে জায়গা নিয়ে দীর্ঘদিন বিবাদ চলছিল। এর এক পর্যায়ে গত ১৪জুন বুধবার মজনু মিয়া বিবাদমান জায়গায় বাঁশের ঝাড় থেকে একটি বাঁশ কাটে। ওয়াজেদা খাতুন তার ভগ্নিপতি রাজুকে নিয়ে বাঁশ কাটা নিষেধ করতে গেলে তাদের মধ্যে ঝগড়া লেগে যায়।
ঝগড়ার একপর্যায়ে ওয়াজেদা খাতুন সামান্য আঘাত প্রাপ্ত হন।
এ ঘটনার ওয়াজেদার ভাই আজাদ হোসেন,এলাকাবাসী, গ্রাম্য মাতব্বর, ইউপি চেয়ারম্যান, থানা পুলিশ, কাউকে না জানিয়ে ১৫জুন সিরাজগঞ্জ তাড়াশ থানা আমলী আদালতে মাধাইনগর আদিবাসী কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান ও তাড়াশ দলিল লেখক সমিতির সদস্য রেজাউল করিম বাচ্চুর নাম জড়িয়ে একটি মিথ্যা,ভিত্তিহীন, বানোয়াট, মামলা দায়ের করে।
মামলার বিষয়ে মাধাইনগড় আদিবাসী কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান জানান, গত ১৪ জুন কলেজে পরীক্ষা ও কলেজ পরিচালনা কমিটির মিটিং চলছিল। এমতাবস্থায় ওই ঘটনায় আমাকে জড়িয়ে মিথ্যা মামলার আসামি করা হয়েছে।এতে আমার ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন করা হয়েছে। আদালতের কাছে অনুরোধ করছি তদন্ত করে এ মিথ্যা মামলা থেকে পরিত্রান দিবেন।
মামলার বিষয়ে রেজাউল করিম জানান, ঐদিন আমি জরুরী কাজে তাড়াশে অবস্থান করছিলাম। তারপরও আমাকে আসামি করা হয়েছে।আমি মহামান্য আদালতের নিকট দাবী করি সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।