শিরোনাম
তাড়াশে গৃহবধুর আত্নহত্যা

সিরাজগঞ্জের তাড়াশে পারিবারিক কলহের জের ধরে কিটনাশকপানে রেজেনা খাতুন (৪২) নামের এক গৃহবধু আআত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (৯মার্চ) বিকালে উপজেলার সগুনা ইউনিয়নের মাকড়শোন গ্রামে এ ঘটনা ঘটে। গৃহবধুর ওই গ্রামের মুকুল হোসেনের স্ত্রী ও দুই সন্তানের জননী।
স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে গৃহবধু সকলের অগোচরে কিটনাশক (গ্যাস ট্যাবলেট) পান করেন। পরে অসুস্থ হলে পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে তাকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেিেডকেল কলেজ হাসপাতালে চিকৎসার জন্য নেয়ার পথে রাস্তায় মারা যান। তার স্বামী পেশায় একজন ভ্যান চালক। তাদের দুটি সন্তানের মধ্যে বড় মেয়েকে কিছুদিন পুর্বে বিয়ে দিয়েছেন। আরও একটি ছোট ছেলে সন্তান রয়েছে বলেও জানান প্রতিবেশিরা।
তাড়াশ থানার এসআই আব্দুস সালাম আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর