তাড়াশে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন এমপি আজিজ

সিরাজগঞ্জের তাড়াশে শারদীয় দুর্গোৎসবের মহা নবমীতে বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার মোঃ আব্দুল আজিজ
( ৪অক্টোবর) মঙ্গলবার দুপুরে উপজেলার বারুহাস ইউনিয়নের বিনোদপুর সর্বজনীন পূজা মন্ডপ করেন এমপি আজিজ।
বারুহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সিরাজগঞ্জ ৩ তাড়াশ রায়গঞ্জ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: মোঃ আব্দুল আজিজ।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, নজরুল ইসলাম বাচ্চু, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি রজত ঘোষ, সাধারণ সম্পাদক আনন্দ ঘোষ, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি প্রভাষক সনাতন দাস,সাধারণ সম্পাদক সাহেদ খান জয়, জেলা পরিষদের সদস্য পদ প্রার্থী সিরাজ সরকার,বারুহাস ইউনিয়ন আওয়ামী সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ প্রমুখ।