তাড়াশ প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি বুলবুল-সম্পাদক শামীম ও হাদিউল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত
সিরাজগঞ্জের তাড়াশ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন প্রভাষক এম আতিকুল ইসলাম বুলবুল (সমকাল,৭১ টিভি)।
গোপন ব্যালটে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শামিউল হক শামীম (এশিয়ান টিভি) ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন দৈনিক কালবেলার তাড়াশ উপজেলা প্রতিনিধি হাদিউল হৃদয় ।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি আবু হাশিম খোকন (উত্তরবঙ্গ) ও যুগ্ম সম্পাদক লুৎফর রহমান (নয়াদিগন্ত)।
এ দিকে শনিবার (১২ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে প্রিজাইডিং অফিসার ও তাড়াশ মহিলা ডিগ্রী সহকারী অধ্যাপক মো. ফজলুর রহমান ফলাফল ঘোষণা করেন।
উল্লেখ্য, তাড়াশ প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠানের জন্য গত ৩১ জুলাই ক্লাবে সাধারণ সভায় তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। তাঁরা হলেন, অধ্যাপক মেহেরুল ইসলাম বাদল (করতোয়া), এম এ মাজিদ (মানবজমিন), রেজাউল করিম ঝন্টু (নয়া শতাব্দী)।