তাড়াশে চিকিৎসার জন্য নগদ অর্থ দিলেন চেয়ারম্যান খালেক

সিরাজগঞ্জের তাড়াশে অতি-দরিদ্র সুশান্ত নামের এক ব্যক্তির চিকিৎসার জন্য নগদ অর্থ তুলে দেন তালম ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক। বুধবার (৩ আগস্ট) বিকেলে ইউনিয়ন পরিষদের বিশেষ তহবিল থেকে ১০ হাজার টাকা সুশান্তর স্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। সুশান্ত উপজেলার তারুটিয়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন হলো পুঙ্গ।
উন্নত চিকিৎসার জন্য তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি আছেন। তার এক পায়ের একাংশ কেটে ফেলার নির্দেশ দেন। গত কয়েক মাস অতিবাহিত হলেও অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না তার পরিবার।
এ সময় উপস্থিত ছিলেন, তাড়াশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাহেদ খান জয়, ইউপি সচিব আলাউদ্দিন, ইউপি সদস্য নাজির উদ্দিন, আজিজুর রহমান, আরিফুল ইসলাম, মোছা. চায়না খাতুন, যুবলীগের সহ-সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক আল আমিন কাওসারসহ স্থানীয় ব্যক্তিবর্গ। এ প্রসঙ্গে তালম ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই দরিদ্র মানুষের পাশে দাড়িয়েছি। ইউনিয়ন পরিষদের ও নিজ তহবিল থেকে সমাজে পিছিয়ে পড়া মানুষদের বিভিন্ন ভাবে সহযোগিতা দিয়ে আসছি এবং এর ধারা অব্যাহত থাকবে।