শিরোনাম
তাড়াশে চেক জালিয়াতি মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

সিরাজগঞ্জের তাড়াশে চেক জালিয়াতি মামলায় ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম শান্তকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ভিকমপুর গ্রামের নইমুদ্দিন আকন্দের ছেলে ও ইউনিয়ন যুবলীগের সভাপতি।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে উপজেলার মাধাইনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম শান্ত কে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন তাড়াশ থানার উপপরিদর্শক দেবব্রত সরকার।
পুলিশ জানায়, উপজেলার মাধাইনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম শান্ত বিরুদ্ধে বগুড়ার একটি চেক জালিয়াতি মামলার গ্রেফতারী ছিল। পরে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শান্তকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম জানান, আদালতের গ্রেফতারী পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর