শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ট্রেন থামিয়ে ট্রেন থেকে তেল চুরি, চালকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা আগামীকালের ‘মার্চ ফর গাজা’য় অংশ নিতে হেফাজতের আহ্বান ট্রেন থামিয়ে ট্রেন থেকে তেল চুরি, চালকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা ফুলবাড়িয়া ইজারাপাড়া হাফেজিয়া মাদরাসার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান মাদারীপুরে প্রবীণ শিক্ষক সাদা মনের মানুষ আঃ বারেক আকন মাষ্টার চিরনিদ্রায় শায়িত ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আখাউড়ায়সাংবাদিকদের মানববন্ধন ঈশ্বরগঞ্জে রেকর্ড পরিমাণ পৌর কর আদায় আশুগঞ্জে সাংবাদিকের উপরহামলা, মামলা দায়ের আন্দোলনে বিজয়ের দিন শহীদ হন হতভাগা হাসিবুর আত্রাইয়ে কৃষকদের বিনামূল্যে প্রনোদনার সার-বীজ বিতরণ

তাড়াশে দিঘীসগুনা এম এ আর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

শাহ আলী জয়
প্রকাশিত হয়েছে : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২

সিরাজগঞ্জের তাড়াশে দিঘীসগুনা এম এ আর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মির্জা আব্দুর রশিদ মাহমুদ বকুলের বিরুদ্ধে অর্থ আত্মসাত, নিয়োগ বানিজ্য, প্রতিষ্ঠানের আসবাব পত্রসহ সম্পত্তি বেহাত করার অভিযোগ পাওয়া গেছে।

এ ছাড়াও স্বেচ্ছাচারিতার মাধ্যমে প্রধান শিক্ষকের কক্ষ তালা বদ্ধ করে শিক্ষা কার্যক্রমসহ প্রাতিষ্ঠানিক সকল কাজকর্ম বন্ধ করে রেখেছেন।

ঘটনাটি ঘটেছে, উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের দিঘীসগুনা গ্রামে। এ বিষয়ে প্রতিকার চেয়ে বিদ্যালয়ে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. শহিদুল ইসলাম জেলা শিক্ষা কর্মকর্তাসহ সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দিঘীসগুনা এম এ আর নিন্ম মাধ্যমিক বিদ্যালয়টি ২০০০ সালে প্রতিষ্ঠার পর থেকে মির্জা আব্দুর রশিদ মাহমুদ বকুল সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। দায়িত্ব পালনের পর থেকে স্বেচ্ছাচারিতা করে ওই বিদ্যালয়ে শিক্ষক- কর্মচারী নিয়োগ দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করেন। এ ছাড়াও তিনি বিভিন্ন সময় প্রধান শিক্ষককে তার পদ থেকে সরিয়ে তার পছন্দের একাধিক সহকারী শিক্ষকে দায়িত্ব দিয়ে প্রতিষ্ঠান পরিচালনা করেন।

শুধু তাই নয় তিনি ওই প্রতিষ্ঠানে অন্যের দান করা ৮০ শতক জমির মধ্যে ৪০ শতক জমি তার নিজ ছেলে মির্জা ফারুকের নামে বিক্রি রেজিষ্ট্রি করে দেন। বর্তমানে ওই বিদ্যালয়ে পূর্ণাঙ্গ কমিটি নিয়ে আদালতে মামলা চলমান থাকায় তিনি অবৈধ ভাবে গত ১১ সেপ্টেম্বর বিদ্যালয়ের অফিস কক্ষ থেকে যাবতীয় কাগজপত্র, ফাইল, রেজুলেশন বহি, বিদ্যালয়ের দলিল পত্রাদিসহ বিভিন্ন প্রয়োজনীয় দলিলাদি সরিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে তালা লাগিয়ে বন্ধ করে দেন। এতে প্রতিষ্ঠানে দাপ্তরিক কার্যক্রম চরম ভাবে ব্যহত হচ্ছে।

বিষয়টি এলাকায় জানাজানি হলে বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. মুনসুর রহমান, গোলামদি, রবিউল ইসলাম ও জাহাঙ্গীর আলম, স্থানীয় ইউপি সদস্য মো. জহুরুল ইসলাম, স্থানীয় আওয়ামীলীগ নেতা মো. ইদ্রিস আলীসহ এলাকার প্রায় শতাধিক লোকজন বিদ্যালয়ে উপস্থিত হন। তাদের উপস্থিতিতে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. শহিদুল ইসলাম তালা খুলে তালাবদ্ধ কক্ষটিতে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন।

স্থানীয় ইউপি সদস্য মো. জহুরুল ইসলাম বলেন, প্রধান শিক্ষকের কক্ষটি তালাবদ্ধ থাকায় এলাকার লোকজনের সামনে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. শহিদুল ইসলাম তালা খুলে তালাবদ্ধ কক্ষটিতে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন।

এ বিষয়ে অভিযুক্ত সাবেক সভাপতি মির্জা আব্দুর রশিদ মাহমুদ বকুল বলেন, গ্রাম্য কোন্দলের সুযোগে আমাকে হেয় করতে একটি মহল এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। আমি আইনে আশ্রয় নিয়েছি ন্যায় বিচারের জন্য।

এ প্রসঙ্গে মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মো. নুর নবী বলেন, যেহেতু প্রতিষ্ঠানটি এমপিও ভুক্ত নয়। তাই আমার কোন দায়িত্ব নেই। স্থানীয় লোকজনের মতামতের ভিত্তিতে বিদ্যালয়টি পরিচালিত হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর