তাড়াশে প্রেমিককে বিয়ে করে অনশন ভাঙলেন ৫ সন্তানের জননী

সিরাজগঞ্জের তাড়াশে ২৪ ঘণ্টা অনশনের পর প্রেমিককে বিয়ে করলেন ৫ সন্তানের জননী। অবশেষে স্বামী, সন্তান রেখে আসা সেই ৫ সন্তানের জননীর বিয়ের দাবি মেনে নেন যুবক প্রেমিক মোস্তাক (৩০) ও তার পরিবার। ৭০ হাজার টাকা দেনমোহরে মঙ্গলবার (২৩ আগস্ট) রাত ১০টায় তাদের বিয়ে হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার তালম ইউনিয়নের চাঁদপুর গ্রামে। মোস্তাক ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
ওই নারী বলেন, দীর্ঘ ৫ বছর ধরে মোস্তাকের সঙ্গে আমার প্রেমের সর্ম্পক চলে আসছিল। পরে আমি বিয়ের কথা বললে, সে আমাকে আর বিয়ে করবে না জানায়। এদিকে আমার স্বামী ও সন্তানেরা মোস্তাকের সাথে প্রেমের সম্পর্ক জানতে পেরে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তাই বাধ্য হয়ে (২২ আগস্ট) বিয়ের দাবিতে তার বাড়িতে অনশন শুরু করেছিলাম। ২৪ ঘণ্টা পর নিজের বাড়িতে ফেরেন মোস্তাক। ওই দিন রাতেই (১০টার দিকে) আমাদের বিয়ে সম্পন্ন হয়।
বিয়ের বিষয়ে তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক বলেন, বিয়ে হয়েছে এটা আমি শুনেছি। কিন্তু আমি সেখানে ছিলাম না।