তাড়াশে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরন উৎসব অনুষ্ঠিত

সিরাজগঞ্জের তাড়াশে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরন উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে প্রধান শিক্ষক আব্দুস সালাম বিএসসির সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাউল করিমের সভাপতিত্বে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরন উৎসব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফকির জাকির হোসেন, তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরে আলম, তাড়াশ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবু হাসান ও তাড়াশ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ।