বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধার সুন্দরগঞ্জে বিএনপি নেতার হামলায় বাদশা মিয়ার মৃত্যু বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত পারভেজ হত্যা মামলার প্রধান আসামি গাইবান্ধা থেকে গ্রেফতার শেরপুরে দুর্বৃত্তের হাতে খুন অটোচালক আ. লতিফের পরিবারের পাশে সাংবাদিক বুলবুল সন্দ্বীপে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার করে। পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে প্রধান উপদেষ্টা দোহা থেকে সরাসরি রোমে যাবেন সন্দ্বীপে সেচ্ছাসেবী সংগঠন সম্মাননা প্রধান সন্দ্বীপে সেচ্ছাসেবী সংগঠন সম্মাননা প্রদান ফল, সবজি, মসলাসহ কৃষিপণ্যে ভুটানে বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা “নারী—ইসলামের আলোয় জ্যোতির্ময় মর্যাদার অমর কাব্য” আত্রাইয়ে বিপাকে প্রধান শিক্ষক টেন্ডার ছাড়া মালামাল বিক্রি করে

তাড়া‌শে শতভাগ জন্ম-মৃত্যু নিবন্ধন বাস্তবায়‌নে মত‌বিনিময় সভা

শাহ আলী জয়
প্রকাশিত হয়েছে : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২

সিরাজগ‌ঞ্জের তাড়া‌শে ০ (শূণ‌্য) – থে‌কে ৪৫ দি‌নের ম‌ধ্যে শতভাগ জন্ম-মৃত‌্যু নিবন্ধন বাস্তবায়‌নের ল‌ক্ষে উপ‌জেলা টাস্ক‌ফোর্স ক‌মি‌টির সা‌থে মত‌বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হয়ে‌ছে।
সোমবার বি‌কে‌লে উপ‌জেলা প‌রিষদ মিলনায়ত‌নে ওই মত‌বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হয়। সভায় উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাউল ক‌রি‌মের সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থির বক্তব‌্য দেন সিরাজগঞ্জ জেলার স্থানীয় সরকারের উপ-প‌রিচালক (উপ-স‌চিব) মোহাম্মাদ তোফাজ্জল হো‌সেন।

অন‌্যান‌্যদের ম‌ধ্যে বক্তব‌্য রা‌খেন, উপ‌জেলা প‌রিষদ চেয়ারম‌্যান অধ‌্যক্ষ ম‌নিরুজ্জামান ম‌নি, ম‌হিলা ভাইস চেয়ারম‌্যান ম‌র্জিনা ইসলাম, উপ‌জেলা স্বাস্থ‌্য ও প‌রিবার কল‌্যাণ কর্মকর্তা ডা. ম‌নোয়ার হো‌সেন, উপ‌জেলা কৃ‌ষি কর্মকর্তা লুৎফুন্নাহার লুনা, সমাজ সেবা কর্মকর্তা ‌মো. ম‌নিরুজ্জামান. ম‌হিলা বিষয়ক কর্মকর্তা মোছা.খা‌দিজা খানম, তালম ইউ‌পি চেয়ারম‌্যান আব্দুল খা‌লেক,বারুহাস ইউ‌পি চেয়ারম‌্যান ময়নুল হক তাড়াশ সদর ইউ‌পি চেয়ারম‌্যান মো. বাবুল শেখ, , মাগুড়া‌বি‌নোদ ইউ‌পি চেয়ারম‌্যান মে‌হেদী হাসান ম‌্যাগ‌নেট, মাধাইনগর ইউ‌পি চেয়ারম‌্যান মো. হা‌বিলুর রহমান, সগুনা ইউ‌পি চেয়ারম‌্যন মো.জুল‌ফিকার আলী ভুট্ট, দেশীগ্রাম ইউ‌পি চেয়ারম‌্যান জ্ঞা‌নেন্দ্রনাথ বসাক, নওগাঁ ইউ‌পি চেয়ারম‌্যান মিজানুর রহমান মজনু, সাংবাদিক শামিউল হক শামীম, রফিকুল ইসলাম, লুৎফর রহমান প্রমূখ।

মত‌বি‌নিময় সভায় উপ‌জেলার ৮ ইউ‌নিয়‌নের ইউ‌পি সদস‌্য, প‌্যা‌নেল চেয়ারম‌্যান, স‌চিব, উদ‌্যাক্তা, স্বাস্থ‌্য ও প‌রিবার কল‌্যাণ বিভা‌গের কর্মকর্তা -কর্মচারী, বি‌ভিন্ন দপ্ত‌রের প্রধান, এন‌জিও প্রতি‌নি‌ধি, সুশীল সমাজের একাংশ উপ‌স্থিত ছি‌লেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর