দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে যত দ্রুত সম্ভব সাময়িক বরখাস্ত করা উচিত: ক্ষমতাসীন দলের নেতা

দক্ষিণ কোরিয়ার পিপল পাওয়ার পার্টির প্রধান হান ডং হুন জানিয়েছেন ,যদি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে না সরানো হয় তাহলে দেশের জনগণ বড় বিপদে পড়বে ।
স্থানীয় সময় শুক্রবার তিনি এ কথা বলেন। খবর এএফপির ।
হান বলেন, “গতকাল আমি বলেছিলাম যে প্রস্তুতিহীন বিশৃঙ্খলা থেকে জনগণ এবং সমর্থকদের ক্ষতি এড়াতে আমি এই অভিশংসন পাস না করার চেষ্টা করব। তবে নতুনভাবে প্রকাশিত তথ্যের ভিত্তিতে আমি মনে করি, প্রজাতন্ত্র এবং এর জনগণের সুরক্ষার জন্য প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা প্রয়োজন।”
রাষ্ট্রপতি ইউন সুক-ইওল গত মঙ্গলবার রাষ্ট্রবিরোধী শক্তি নির্মূলে এবং রাজনৈতিক বিরোধীদের মোকাবিলা করার জন্য সামরিক আইন জারি করেন। এ সিদ্ধান্ত তার দল পিপল পাওয়ার পার্টিসহ পুরো জাতিকে হতবাক করে দেয়।
পরবর্তীতে ক্ষমতাসীন দলের কিছু নেতাসহ বিরোধী দলীয় নেতা ও সাধারণ জনগণ এ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করলে ছয় ঘণ্টা পর সামরিক আইন তুলে নেয় প্রেসিডেন্ট।
আগামীকাল শনিবার প্রেসিডেন্ট ইউন সুক ইওলের বিরুদ্ধে অভিশংসন ভোটের সময়সূচি নির্ধারণ করেছে প্রধান বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টি। তবে দ্বিধাবিভক্ত ক্ষমতাসীন দল পিপল পাওয়ার পার্টি অভিশংসনের পক্ষে ভোট না দেওয়ার কথা জানিয়েছে।