সংগৃহীত ছবি- হাইকমিশন দিল্লি
শিরোনাম
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে আরএসএস সমর্থিতদের মিছিল

বাংলাদেশে ‘সংখ্যালঘু নির্যাতনের’ উদ্ভট ধুয়া তুলে ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে প্রতিবাদ মিছিল কর্মসূচির ঘোষণা দিয়েছে দেশটির উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস।
আগামী সপ্তাহে এ মিছিল করবেন বলে ঘোষণা দিয়েছেন আরএসএসের শীর্ষ পদস্থ একজন কর্মকর্তা।
আরএসএস দিল্লি ইউনিটের জনসংযোগ কর্মকর্তা রজনিশ জিন্দাল বলেছেন, ১০ ডিসেম্বর ‘দিল্লির নাগরিক সমাজ’-এর ব্যানারে তারা বাংলাদেশ দূতাবাসের দিকে পদযাত্রা করবেন।
উগ্র হিন্দু মৌলবাদী আরএসএস নেতা বলেন, “আমরা বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি জমা দেব। আমরা জাতিসংঘ, ইউএনএইচআরসি, ডব্লিউএইচও, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং এডিবিসহ সব আন্তর্জাতিক সংস্থার কাছে একটি স্মারকলিপি জমা দেব, যাতে তারা বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে চলমান নৃশংসতা ও সহিংসতা বন্ধে অবিলম্বে হস্তক্ষেপ করার দাবি জানায়।”
দিল্লিতে ২০০টিরও বেশি সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা মিছিলে যোগ দেবেন বলে জানান আরএসএস নেতা। প্রতিবাদ মিছিলের আগে ৯ ডিসেম্বর দিল্লিতে সমস্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে এই বিষয়ে একটি স্মারকলিপি জমা দেওয়া হবে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর