গতকাল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর এবং বাংলাদেশ প্রতিদিন আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৩ সামনে রেখে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের দুর্যোগ প্রশমন দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগসহনশীল ভবিষ্যৎ গড়ি’। গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুগ্মসচিব ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের গবেষণা ও প্রশিক্ষণ পরিচালক নাহিদ সুলতানা মল্লিক।
গোলটেবিল বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান এনডিসি, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক মো. মিজানুর রহমান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক মাহবুবা নাসরিন, দুর্যোগঝুঁকি ব্যবস্থাপনা বর্ধন প্রকল্প পরিচালক সুব্রত পাল চৌধুরী, কুমিল্লা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এম আবেদ আলী এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের সহকারী প্রকৌশলী মবিনুর রহমান। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের প্রোগ্রামার মনসুরুল হকের সঞ্চালনায় বৈঠকে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ প্রতিদিনের প্রধান বার্তা সম্পাদক কামাল মাহমুদ। প্রতিমন্ত্রী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্তদের কাছে দ্রুত ত্রাণ পৌঁছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ৬৪ জেলায় ৬৬টি ত্রাণ গুদাম নির্মাণ করা হয়েছে। একই সঙ্গে দুর্গত এলাকার মানুষকে উদ্ধার করতে ৬০টি মাল্টিপারপাস রেসকিউ বোট তৈরি করা হয়েছে।