বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু চিলমারীতে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দিনব্যাপী, হাতে-কলমে শিক্ষা সফর গাইবান্ধায় যৌথ বাহিনীর অভিযানে এক মাদক ব্যবসায়ী আটক চাঁদা না দেওয়ায় দুই ভাইকে মারধরের অভিযোগ উঠেছে মানিকগঞ্জের ছাত্রদল যুবদলের বিরুদ্ধে দেওয়ানগঞ্জে জামায়াত নেতার ইন্তেকাল। অবৈধ ভাবে কৃষি জমি কেঁটে মাটি বিক্রি করার দায়ে রাজৈরে দুই ট্রলি চালক ও এক ভেকু চালককে দের লক্ষ টাকা জরিমানা। আত্রাইয়ে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মোলন সন্দ্বীপে একটি মাল্টিপারপাসের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান। কুড়িগ্রাম রৌমারী ও ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে বিএসএফ এর পুশব্যাক, রোহিঙ্গাসহ আটক ৪৪

দেওয়ানগঞ্জে জামায়াত নেতার ইন্তেকাল।

হাসান: আলী জামালপুর প্রতিনিধি।
প্রকাশিত হয়েছে : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
দেওয়ানগঞ্জে জামায়াত নেতার ইন্তেকাল।
দেওয়ানগঞ্জে জামায়াত নেতার ইন্তেকাল।

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ১নং ডাংধরা ইউনিয়নের প্রবীণ রুকন (সদস্য) ও মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম (৯৮) কাউনিয়ারচর মুসলিমবাগ গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ৭ই মে বুধবার রাত ২:০০ টার সময় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয় আজ ৭ই মে বুধবার বাদ জোহর মুসলিম বাগে নিজ বাড়ি সংলগ্ন মাঠে । জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়।

মৃত্যু কালে তিনি ৫ পুত্র ও ৫ কন্যা সন্তান ও নাতি নাতনী সহ অসংখ্য আত্বীয় স্বজনসহ গুনগ্রাহী রেখে যান। তাঁর জানাজা নামাজে ইমামতি করেন তাঁর বড় ছেলে আলহাজ্ব নুরুল ইসলাম মাষ্টার। জানাজায় অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জামালপুর জেলার সাবেক আমীর এবং জামালপুর ১-আসনের জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী, অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী, জামালপুর জেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ আবদুস সাত্তার, দেওয়ানগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মাহবুবুর রহমান তালুকদার, রাজিবপুর উপজেলা আমীর মাওলানা আব্দুল লতিফ, রাজিবপুর উপজেলা বিএনপি’র আহবায়ক অধ্যাপক মোখলেছুর রহমান, ডাংধরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম বিএসসি, কাউনিয়ার চর বাজার বনিক সমিতির সভাপতি আবদুল জলিল, মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল বারিক সহ জামায়াতের নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দলের ও সামাজিক নেতৃবৃন্দ।

জামায়াত নেতা অ্যাডভোকেট মুহাম্মদ নাজমুল হক সাঈদী জানাজায় বক্তব্য প্রদানকালে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান সিরাজুল ইসলামকে আল্লাহতালা জান্নাতের উচ্চ মাকাম দান করুন এ কামনা করে আল্লাহর সাহায্য চেয়ে দোয়া করেন।
মরহুম সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন জামালপুর জেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ আবদুস সাত্তার ও জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মুহাম্মদ আব্দুল আউয়াল।

তাঁরা বলেন জামালপুর জেলার উত্তর প্রান্তে শেষ সিমানায় অবস্থিত কাউনিয়ার চর মুসলিমবাগের বর্ষিয়ান ব্যক্তিত্ব ছিলেন সিরাজুল ইসলাম এবং তিনি মোহনগঞ্জ ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান ছিলেন সিরাজুল ইসলাম। তাঁর ইন্তেকালে শোক প্রকাশ করেন, তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন তিনি ছিলেন একজন সমাজ সেবক ও ইসলামী আন্দোলনে নিবেদিত প্রান দ্বীনদার মুখলেস মানুষ। আল্লাহ তাঁর গোনাহ মাফ করুন, তাঁকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর