নজরুল একাডেমির উদ্যোগ পরশুরামে কবি নজরুলের জন্ম জয়ন্তীতে নানা আয়োজন

পরশুরামে জাতীয় কবি নজরুল ইসলামের ১২৬ তম জন্মজয়ন্তীতে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৪ মে) সকালে নজরুল একাডেমি পরশুরাম শাখার উদ্যোগে সকালে উপজেলা পরিষদের সামনে থেকে র্যালি শুরু হয়ে পরশুরামের বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব,পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ নুরুল হাকিম, উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.হরিকমল মজুমদার, পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার, পৌর জামায়াতের আমীর মো মোস্তফা, পরশুরাম পৌরসভার সহকারী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল আলিম, উপজেলা আইসিটি কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন, পরশুরাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান, মির্জানগর তৌহিদ একাডেমী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব, পরশুরাম মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক পেয়ার আহমেদ, পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এমএ হাসান, সহ-সভাপতি সবীর আহমেদ ফোরকান ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উপজেলা সেক্রেটারি মাওলানা জসিম উদ্দিন মজুমদার, জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি আবদুল কাদের মিনার,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিসফাকুস সামাদ রনি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নাহিদ রাব্বি, জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামীম ভূঁইয়া সুমন প্রমুখ।
পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে নাত ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিকালে নজরুল একাডেমীর সভাপতি ইউসুফ বকুলের সভাপতিত্বে অসাধারণ সম্পাদক মোঃ মহি উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংস্কৃতিক অনুষ্ঠানে নজরুল একাডেমির শিল্পীরা কবি নজরুল রচিত বিভিন্ন গান পরিবেশন করেন।