শনিবার, ২৪ মে ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম
নজরুল একাডেমির উদ্যোগ পরশুরামে কবি নজরুলের জন্ম জয়ন্তীতে নানা আয়োজন গাইবান্ধায় মাল্টিপারপাস ওয়ার্কশপ-২০২৫ অনুষ্ঠিত গাইবান্ধায় আদিবাসী বাঙালিদের মিলনমেলা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত গাইবান্ধার পলাশবাড়ীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু নবীগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক খেজুরের ১০ম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও মিলাদ মাহফিল ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজিরবেড় গ্রামে গৃহবধু রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি—‘হত্যা’ ব্রাহ্মণবাড়িয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, মরদেহেও হামলা: নারীসহ আহত – ৯ মোটেরপাড় ব্রিজের অবস্থা সংকটজনক পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ৯৬ লিটার বাংলা মদসহ ৭জন গ্রেফতার

নবীগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক খেজুরের ১০ম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও মিলাদ মাহফিল

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি ॥
প্রকাশিত হয়েছে : শনিবার, ২৪ মে, ২০২৫
নবীগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক খেজুরের ১০ম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও মিলাদ মাহফিল
নবীগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক খেজুরের ১০ম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও মিলাদ মাহফিল

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, বিশিষ্ট সাংবাদিক এটিএম নুরুল ইসলাম খেজুরের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় নবীগঞ্জ প্রেসক্লাব ভবনে স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটিএম সালামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরীর সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সরফরাজ আহমেদ চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এসআর চৌধুরী সেলিম, ফখরুল আহসান চৌধুরী, আনোয়ার হোসেন মিঠু, সাবেক সাধারণ সম্পাদক দৈনিক হবিগঞ্জ সময়ের প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক মো. সেলিম তালুকদার, সাবেক অর্থ সম্পাদক আকিকুর রহমান সেলিম, নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য এটিএম জাকিরুল ইসলাম, ইকবাল হোসেন তালুকদার, সাগর আহমেদ, জুয়েল আহমদ, স্বপন রবিদাস, তুহিন আলম রেজুয়ান, মাওলানা রুমন আহমদ, হাফিজ সাঈদ আহমেদ শিপুসহ প্রেসক্লাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমকর্মী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং মরহুমের পরিবারবর্গ।

সভায় বক্তারা এটিএম নুরুল ইসলাম খেজুরের সাংবাদিকতা জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং সাংবাদিকতা জগতে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তাঁরা বলেন, “এটিএম নুরুল ইসলাম খেজুর ছিলেন একজন আপোষহীন, সৎ ও নির্ভীক সাংবাদিক। তিনি শুধু সংবাদকর্মী হিসেবেই নয়, সামাজিক নেতৃত্বেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।” সাংবাদিকতা জীবনে তিনি ছিলেন দায়িত্বশীল ও সমাজের কল্যাণে নিবেদিতপ্রাণ। স্মরণ সভা শেষে মরহুম এটিএম নুরুল ইসলাম খেজুরের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আজিজুর রহমান। উল্লেখ্য, এটিএম নুরুল ইসলাম খেজুর আশির দশক থেকে সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। ১৯৮৩ সালে হবিগঞ্জ থেকে প্রকাশিত স্বাধীকার পত্রিকায় তাঁর সাংবাদিকতা জীবনের হাতেখড়ি। পরবর্তীতে তিনি দৈনিক খবর, বাংলাবাজার, দৈনিক মুক্তকণ্ঠ, আমার দেশ, দি ইন্ডিপেন্ডেন্ট, দৈনিক যুগভেরী, প্রতিদিনের বাণী, দৈনিক খোয়াই, প্রভাকর ও শাখাবরাকসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিকে কাজ করেন। ২০১৪ সালে তিনি নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব সফলভাবে পালন করেন। ২০১৫ সালের ২৩ মে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর