নাটোরের বড়াইগ্রামে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

আজ বৃহস্পতিবার, ১ মে সকালে নাটোরের বড়াইগ্রামে বনপাড়া বাজারে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বড়াইগ্রাম উপজেলা শাখা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে এমপি প্রার্থী অধ্যাপক মাওঃ আব্দুল হাকিম, যিনি নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে প্রার্থী। তিনি অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন এবং শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিয়ে আলোচনা করেন।
এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা আমির মাওলানা হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারি আবু বকর সিদ্দিক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওঃ আবুল হাসেম মীর এবং উপজেলা যুব ক্রীরা বিভাগের সভাপতি আব্দুল্লা আল আউয়াল মমিন। অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরাও অংশগ্রহণ করেন।
এই সমাবেশের মাধ্যমে শ্রমিকদের অধিকার ও কল্যাণের বিষয়গুলোকে তুলে ধরা হয় এবং তাদের সমস্যা ও চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করা হয়। শ্রমিকদের জন্য একটি সুস্থ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করা হয়