নাটোরে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও পৃথক মন্ত্রনালয় গঠণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
শিরোনাম
নাটোরে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও পৃথক মন্ত্রনালয় গঠণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নাটোরে আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দিতে হবে ও সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও স্বাধীন ভূমি কমিশন গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি।
শনিবার(৩ মে) দুপুরে নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় কানাইখালি প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি সভাপতি বিচিত্রা তির্কী। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা সভাপতি রঘুনাথ এককা ও সাধারণ সম্পাদক প্রতাপ সিং। এসময় উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের জেলা উপজেলা নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর