নিজেদের যুদ্ধবিমান নিজেরাই ভূপাতিত করল মার্কিন সামরিক বাহিনী

মার্কিন সামরিক বাহিনী বলেছে, তারা আজ রোববার ভোরে ভুলবশত লোহিত সাগরের ওপরে নিজেদের একটি যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করেছে।
যুদ্ধবিমানটিতে দুজন পাইলট ছিলেন। গুলিতে ভূপাতিত হওয়ার সময় উভয় পাইলট যুদ্ধবিমানটি থেকে বেরিয়ে পড়েন।
মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছে, স্পষ্টত প্রতীয়মান, নিজেদের ছোড়া গুলির (ফ্রেন্ডলি ফায়ার) ঘটনার পর দুজন পাইলটকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন সামান্য আহত হয়েছেন।
সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুসারে, ভূপাতিত হওয়া এফ/এ-১৮ হর্নেট যুদ্ধবিমানটি মার্কিন নৌবাহিনীর। মার্কিন যুদ্ধবিমানবাহী রণতরি হ্যারি এস ট্রুম্যান থেকে যুদ্ধবিমানটি উড্ডয়ন করেছিল।
সেন্ট্রাল কমান্ডের বিবৃতিতে বলা হয়, হ্যারি এস ট্রুম্যানের নিরাপত্তাবহরে থাকা ক্ষেপণাস্ত্র ক্রুজার গেটিসবার্গ ভুলবশত ক্ষেপণাস্ত্র ছোড়ে, যা যুদ্ধবিমানটিকে আঘাত করে।
এক বছরের বেশি সময় ধরে নানামুখী সামরিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল হয়ে উঠেছে লোহিত সাগর।