শনিবার, ১০ মে ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
রৌমারীতে ব্রহ্মপুত্রের করাল গ্রাসে বিলীন সোনাপুর-খেওয়ারচর এবং বসত বাড়ি ঘর। সন্দ্বীপ হরিশপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুধী সমাবেশ অনুষ্ঠিত। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পবিপ্রবিতে বিক্ষোভ মিছিল শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার : চিফ প্রসিকিউটর কুড়িগ্রামে আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ এই প্রজন্মই দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রের রক্ষাকবচ : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা আগামী দুইদিন দেশের উপর দিয়ে তীব্র তাপ প্রবাহ বয়ে যেতে পারে চরফ্যাশন নুরাবাদ ইউনিয়নে বৌবাজার ঘাট নিয়ে চৌধুরী মাঝিকে নির্যাতনের অভিযোগ নবীগঞ্জে পুলিশের ‘ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগ নেতা আজিজুর গ্রেপ্তার উলিপুরে আল্লাহ ও নবী-রাসুল‌দের নি‌য়ে কুটূ‌ক্তির অভিযোগে যুবক আটক

পবিপ্রবিতে জিএসটি গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত হয়েছে : শুক্রবার, ৯ মে, ২০২৫
পবিপ্রবিতে জিএসটি গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
পবিপ্রবিতে জিএসটি গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) কেন্দ্রে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ মে) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের অন্যান্য গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একযোগে পবিপ্রবির মূল ক্যাম্পাসে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পবিপ্রবি কেন্দ্রে এ পরীক্ষায় ১২শত ৩০জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেন। পরীক্ষায় উপস্থিত ছিল ১১শত ১ জন শিক্ষার্থী, যা অংশগ্রহণ হার প্রায় ৮৯.৫১ শতাংশ।

ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ও পরীক্ষা চলাকালীন কেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব ও সংগঠন স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করে।

এ সময় ভর্তি পরীক্ষা দিতে বাগেরহাট থেকে আগত এক ভর্তিচ্ছুক পরীক্ষার্থী
মো: নাজমুস সাকিব বলেন,” প্রশ্ন মোটামুটি সহজ হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার হলের পরিবেশ ও মোটামুটি সুন্দর ছিলো। “

এ ব্যাপারে পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বিত উদ্যোগ ও সহযোগিতায় অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীদের সহযোগিতার জন্য যা প্রয়োজন, আমরা তা নিশ্চিত করেছি।”

তিনি আরও জানান, পরীক্ষার্থীদের সুবিধার্থে পরীক্ষার পূর্বেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ডিজিটাল ব্যানারের মাধ্যমে রোল নম্বর, কেন্দ্র ও ভবন নির্দেশনা দেওয়া হয়। এছাড়া প্রতিটি ভবনের প্রবেশপথে নিরাপত্তা উপ-কমিটি, পবিপ্রবি সাংবাদিক সমিতি, বিএনসিসি, রোভার স্কাউটসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা দায়িত্ব পালন করেন।

এছাড়া উপাচার্যের সঙ্গে এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল লতিফ, ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান।

উল্লেখ্য, ‘এ’ ইউনিটে এবার ১ লাখ ৪২ হাজার ৭১৪ জন পরীক্ষার্থী আবেদন করেছেন। এই ইউনিটের সীট সংখ্যা ৮২৯৭। আসনপ্রতি লড়বেন ১৭ জন। এর আগে গত ২ মে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় ৫ মে। এছাড়া, ২৫ এপ্রিল অনুষ্ঠিত হয় ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। ফলাফল প্রকাশিত হয় ২৮ এপ্রিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর