পরশুরামে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা

পরশুরামে আন্তর্জাতিক শ্রমিক দিবসে আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা ও পৌর শ্রমিক দল।
বৃহস্পতিবার সকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে উপজেলা শ্রমিক দলের সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পরশুরাম পৌরসভার সাবেক মেয়র আবু তালেব।
এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও বক্সমাহমুদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল মনি।উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলমগীর বাদশার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর মজুমদার, পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট আবদুল আলিম মাকসুদ, বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আহমেদ আজম চৌধুরী সিরাজ, যুগ্ম আহবায়ক আবদুল মঈদ ভূঁইয়া রাজন, পৌর শ্রমিক দলের সভাপতি সফিকুর রহমান সফিক, পৌর তাঁতি দলের আহবায়ক সিরাজুল ইসলাম সিরাজ, পৌর যুবদলের আহবায়ক মোস্তফা খোকন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম জহির, যুগ্ম আহবায়ক আবুল খায়ের লিটন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মিসফাকুস সামাদ রনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তারেক হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আতাহার হোসেন পাপরুল, সদস্য সচিব কামরুল হাসান বাবু প্রমুখ।
আলোচনা সভায় শ্রমিক দিবসে শ্রমজীবি মানুষের ভূমিকা, তাদের প্রত্যাশা সম্পর্কে তুলে ধরে বক্তব্য প্রদান করেন অতিথিবৃন্দ।