পরশুরামে কবি নজরুলের জন্মজয়ন্তী উদযাপন

ফেনীর পরশুরামে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে অফিসার্স হল রুমে কবি নজরুলের ১২৬তন জন্মজয়ন্তী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ মে) সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে সংগীত,কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান।
উক্ত সভায় সভাপতিত্ব করেন শিশু বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ বোরহান উদ্দিনের সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইমরান হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা, মোঃ শহিদুল ইসলাম হাজারী উপজেলা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। মুহাম্মদ মোস্তফা জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা, মোহাম্মদ খোরশেদ আলম সহকারী প্রধান শিক্ষক কবি শামসুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়। মোহাম্মদ ইউসুফ বকুল সভাপতি উপজেলা নজরুল একাডেমী, মোঃ মহিউদ্দিন সাধারণ সম্পাদক উপজেলা নজরুল একাডেমী।
মোঃ মো সহিদ উল্যাহ ভূঁইয়া প্রচার সম্পাদক পরশুরাম প্রেসক্লাব প্রমুখ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন,
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মজয়ন্তী বাংলা সাহিত্যের আকাশে তিনি একজন ধ্রুবতারা। তার কবিতা, গান, উপন্যাস ও গল্পে বাঙালি জেনেছে বীরত্বের ভাষা, দ্রোহের মন্ত্র। বাঙালির সব আবেগ, অনুভূতিতে জড়িয়ে আছেন চিরবিদ্রোহী এ কবি
নজরুলজয়ন্তী উপলক্ষ্যে সংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাংকন মোট ছয়টি গ্রুপের মধ্যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী মোট ১৮ জনছাত্র-ছাত্রীকে পুরস্কার প্রদান করা হয়েছে।