পরশুরামে জাতীয় শিক্ষা সপ্তাহে আলোচনা ও পুরস্কার বিতরণ

পরশুরামে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ মে) সকালে উপজেলা অফিসার্স ক্লাবে ‘মানসম্মত শিক্ষা নিশ্চিত করি,বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আরিফুর রহমান।
উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম হাজারীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মাহবুবুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন, জুলাই বিপ্লবে আহত আবদুল কাদের মিনার, পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এমএ হাসান, মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ আহমেদ,কোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিলকিস আক্তার,ধনীকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোকন সূত্রধর ও অলকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ওয়াসী আযম।
আলোচনা সভা শেষে ছাত্র ছাত্রীদের শুদ্ধ লেখনী, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্গন ও সাংস্কৃতিক বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন,