পরিক্ষায় নকল: মাদারগঞ্জে ১২ পরীক্ষার্থী বহিষ্কার, ৩ শিক্ষককে অব্যাহতি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় গাফিলতি ও উদাসীনতা
স্পষ্টভাবে ধরা পরার অভিযোগে তিনজন কক্ষ পরিদর্শককে অব্যাহতি এবং অসদুপায় অবলম্বনের দায়ে ১২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
রোববার উপজেলার চারটি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা চলাকালে এ ব্যবস্থা নেওয়া হয়।
অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন— জোনাইল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহমান বাবলু, তারতাপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসরীন আক্তার এবং মোসলেমাবাদ আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক শাহীনুর আলম। তারা ইসলামাবাদ ওয়াছিম উদ্দিন উচ্চ বিদ্যালয়, বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং মাদারগঞ্জ আ. আলী মির্জা কাশেম কামিল মাদ্রাসার পরীক্ষাকেন্দ্রে কক্ষ পরিদর্শকের দায়িত্বে ছিলেন।
জানা গেছে, রোববার অনুষ্ঠিত এসএসসির পদার্থবিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, দাখিলের ইংরেজি প্রথম পত্র এবং এসএসসি ভোকেশনালের পদার্থবিজ্ঞান-২ পরীক্ষাকালে অসদুপায় অবলম্বনের অভিযোগে জোনাইল উচ্চ বিদ্যালয় ভোকেশনাল কেন্দ্র থেকে ৩ জন, ইসলামাবাদ ওয়াকিম উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন, বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন এবং মাদারগঞ্জ আ. আলী মির্জা কাশেম কামিল মাদ্রাসা থেকে ২ জন পরীক্ষার্থী বহিষ্কার করা হয়।
এছাড়াও পরীক্ষাকালে পরীক্ষার্থীদের দেখাদেখি করে লেখার সুযোগ করে দেওয়া এবং দায়িত্বে অবহেলার কারণে তিন শিক্ষককে কক্ষ পরিদর্শকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ভিজিলেন্স টিমের সদস্য ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম বলেন, তিনটি পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলার অভিযোগে তিনজন শিক্ষককে অব্যাহতি এবং চারটি কেন্দ্র থেকে ১২ জন পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে।