পরিবহন সমস্যার অবসান: বাঙলা কলেজে ‘মুক্তি’ বাসের যাত্রা শুরু

ঢাকার অন্যতম ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি বাঙলা কলেজে যোগ হয়েছে এক নতুন পরিবহন ব্যবস্থা—ডাবল ডেকার বাস ‘মুক্তি’। উন্নত এই পরিবহন ব্যবস্থার ফলে এখন থেকে শিক্ষার্থীদের যাতায়াত হবে আরও স্বাচ্ছন্দ্যময়, নিরাপদ ও সময়সাশ্রয়ী।
কলেজ প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে চালু হওয়া এই ডাবল ডেকার বাসটি কলেজ ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর কামরুল হাসান। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পরিবহন সংকটের সমাধানে এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আশার সৃষ্টি করেছে।
উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীর বিপরীতে এতদিন পর্যন্ত কলেজে পরিবহন সংখ্যা ছিল অত্যন্ত সীমিত। পূর্ববর্তী ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের বিভিন্ন দুর্ভোগ পোহাতে হতো, বিশেষ করে দূরবর্তী অঞ্চল থেকে কলেজে আসতে। নতুন বাস সংযুক্তির ফলে শিক্ষার্থীরা এখন আরও নিয়মিতভাবে ও সময়মতো ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন।
কলেজ শিক্ষার্থী আনিশা সুলতানা বলেন, “নতুন বাসটি আমাদের জন্য সত্যিই স্বস্তির। যাতায়াতে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে। সবচেয়ে বড় বিষয় হলো, এতে আমাদের ক্লাসে উপস্থিতি বাড়বে এবং মানসিক চাপও কমবে।”
ডাবল ডেকার বাস ‘মুক্তি’ প্রতিদিন সকাল ৭টা ২৫ মিনিটে নবীনগর থেকে যাত্রা শুরু করে সাভার, হেমায়েতপুর ও গাবতলী হয়ে কলেজ ক্যাম্পাসে পৌঁছাবে এবং দুপুর ২টা ৩০ মিনিটে ক্যাম্পাস থেকে পুনরায় নবীনগরের উদ্দেশে যাত্রা করবে।
অধ্যক্ষ প্রফেসর কামরুল হাসান বলেন, “ছাত্রদের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। দীর্ঘদিনের পরিবহন সমস্যা সমাধানের মাধ্যমে আমরা একটি ইতিবাচক ধাপ এগিয়ে গেলাম। ভবিষ্যতেও শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে এমন উদ্যোগ অব্যাহত থাকবে।”
নতুন পরিবহন সুবিধা ‘মুক্তি’-র মাধ্যমে সরকারি বাঙলা কলেজে শিক্ষার পরিবেশ আরও উন্নত ও মানসম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।ঢাকার অন্যতম ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি বাঙলা কলেজে যোগ হয়েছে এক নতুন পরিবহন ব্যবস্থা—ডাবল ডেকার বাস ‘মুক্তি’। উন্নত এই পরিবহন ব্যবস্থার ফলে এখন থেকে শিক্ষার্থীদের যাতায়াত হবে আরও স্বাচ্ছন্দ্যময়, নিরাপদ ও সময়সাশ্রয়ী।
কলেজ প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে চালু হওয়া এই ডাবল ডেকার বাসটি কলেজ ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর কামরুল হাসান। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পরিবহন সংকটের সমাধানে এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আশার সৃষ্টি করেছে।
উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীর বিপরীতে এতদিন পর্যন্ত কলেজে পরিবহন সংখ্যা ছিল অত্যন্ত সীমিত। পূর্ববর্তী ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের বিভিন্ন দুর্ভোগ পোহাতে হতো, বিশেষ করে দূরবর্তী অঞ্চল থেকে কলেজে আসতে। নতুন বাস সংযুক্তির ফলে শিক্ষার্থীরা এখন আরও নিয়মিতভাবে ও সময়মতো ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন।
কলেজ শিক্ষার্থী আনিশা সুলতানা বলেন, “নতুন বাসটি আমাদের জন্য সত্যিই স্বস্তির। যাতায়াতে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে। সবচেয়ে বড় বিষয় হলো, এতে আমাদের ক্লাসে উপস্থিতি বাড়বে এবং মানসিক চাপও কমবে।”
ডাবল ডেকার বাস ‘মুক্তি’ প্রতিদিন সকাল ৭টা ২৫ মিনিটে নবীনগর থেকে যাত্রা শুরু করে সাভার, হেমায়েতপুর ও গাবতলী হয়ে কলেজ ক্যাম্পাসে পৌঁছাবে এবং দুপুর ২টা ৩০ মিনিটে ক্যাম্পাস থেকে পুনরায় নবীনগরের উদ্দেশে যাত্রা করবে।
অধ্যক্ষ প্রফেসর কামরুল হাসান বলেন, “ছাত্রদের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। দীর্ঘদিনের পরিবহন সমস্যা সমাধানের মাধ্যমে আমরা একটি ইতিবাচক ধাপ এগিয়ে গেলাম। ভবিষ্যতেও শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে এমন উদ্যোগ অব্যাহত থাকবে।”
নতুন পরিবহন সুবিধা ‘মুক্তি’-র মাধ্যমে সরকারি বাঙলা কলেজে শিক্ষার পরিবেশ আরও উন্নত ও মানসম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।