পুলিশের ভয়ে পুকুরে ঝাঁপ: মায়ের কুলখানি বলেও এড়ানো গেলোনা গ্রেফতার

কক্সবাজারের খুরুশকুল ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিক বাবুলকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার(১২ মে) দুপুর খুরুশকুলের ইউনিয়ন পরিষদ সংলগ্ন কাওয়ার পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতারের বিষয়টি জানান কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান।
ওসি ইলিয়াস বলেন, জুলাই গণ অভ্যুত্থানের বৈষম্য বিরোধী ছাত্রদের করা মামলার এজাহার ভুক্ত আসামী হিসেবে বাবুলকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ বাবুলকে গ্রেফতার করতে গেলে সে পার্শ্ববর্তী একটি পুকুরে ঝাঁপিয়ে পড়ে। সেখান থেকে স্থানীয়দের সহায়তায় তাকে গ্রেফতার করতে দেখা যায় পুলিশকে।
ভিডিওটি আজকের বলে নিশ্চিত করেছেন কাওয়ার পাড়া এলাকার স্থানীয়রা।
গ্রেফতারের সময় ইউপি সদস্য বাবুলকে হাত জোড় করে বলতে শোনা যায়, “কাল আমার মায়ের ফাতেয়া আমাকে ছেড়ে দেন। আমার মা মারা গেছে।”
গ্রেফতার ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিক বাবুলের মা গেলো ৯ মে মৃত্যু বরণ করেন বলে জানিয়েছেন ওই এলাকার স্থানীয়রা