শিরোনাম
“প্রকাশিত সংবাদের প্রতিবাদ”

গত ১৬ ও ১৭ নভেম্বর সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক যুগের কথা, দৈনিক কলম সৈনিক, দৈনিক যমুনা প্রবাহ, অনলাইন বিডিনিউজ২৪ ডটকমসহ জাতীয় ও স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় “প্রকৌশলীর মতে ক্ষতির অঙ্ক ১০ হাজার, পিবিআই বলল ২ লাখ”সহ বিভিন্ন শিরোনামে প্রকাশিত সংবাদগুলো আমাদের দৃষ্টিগোচর হয়েছে।
সংবাদটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। সত্য ও প্রকৃত ঘটনাটি ধামাচাপা দিতে মিথ্যা তথ্য দিয়ে এই সংবাদ প্রকাশ করা হয়েছে।
মূলত ঘটনা হচ্ছে-সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার গাড়ামাসি গ্রামে আমাদের বসতবাড়ীর সীমানা প্রাচীর ভাংগা সংক্রান্ত বিষয়ে বেলকুচি থানায় ৪ জনকে বিবাদী করে প্রায় ৭ লক্ষ টাকা ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে মামলা দায়ের করা হয়। বিবাদী নুরুল ইসলাম গং থানায় তদন্তকারী কর্মকর্তাকে প্রভাবিত করে একজন বিবাদীর নাম বাদ দেয় এবং ক্ষয়ক্ষতির পরিমান ১০ হাজার টাকা উল্লেখ করে প্রতিবেদন দেয়। যার জি আর নং ১১১/২০২২।
আমি মোকাম বেলকুচি থানা আমলি আদালতে নারাজি দাখিল করলে বিজ্ঞ আদালত পিবিআইকে পুনরায় তদন্ত করার আদেশ দেন। পিবিআই তদন্ত করে উক্ত বাদ দেয়া বিবাদীকে অন্তর্ভুক্ত করে এবং ক্ষয়ক্ষতির পরিমান দুই লক্ষ বিশ হাজার টাকা উল্লেখ করে আদালতে প্রতিবেদন দাখিল করে।
এই মামলার বিষয়াদি নিয়ে বিবাদীপক্ষ সাংবাদিকগণকে ভুল তথ্য প্রদান করে গত ১৫/১১/২০২২ এবং ১৬/১১/২০২২ তারিখে জাতীয় ও স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পোর্টালে উদ্দেশ্যমূলকভাবে মামলার ঘটনাটি তুচ্ছ করতে এবং ভিন্নখাতে প্রবাহিত করতে মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করে। উক্ত বিষয়ে অনলাইন পোর্টালে “প্রকৌশলীর মতে ক্ষতির অঙ্ক ১০ হাজার, পিবিআই বলল ২ লাখ” ধরণের শিরোনামে উদ্দেশ্য প্রনোদিত ভুল তথ্য প্রকাশ ও প্রচার করে যাতে ঘটনাটি তুচ্ছ করতে ক্ষয়ক্ষতির পরিমান ৮/১০ হাজার টাকা উল্লেখ করা হয়।
তাই আমি প্রকাশিত সংবাদগুলো পড়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি একই সঙ্গে প্রিন্ট ও অনলাইন পোর্টালসমূহে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি।
প্রতিবাদকারী
মোঃ রাজিউল হক
পিতা-মোঃ মোজ়াম্মেল হক
সাং-গাড়ামাসি, উপজেলা-বেলকুচি, জেলা- সিরাজগঞ্জ।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর