প্রিয়াঙ্কার দ্বিতীয় ব্যয়বহুল ওয়েব সিরিজ ‘সিটাডেল’

রিচার্ড ম্যাডেন এবং প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত সিটাডেল ফ্র্যাঞ্চাইজি একটি অ্যাকশন প্যাকড স্পাই সিরিজ। সিরিজটি তৈরি করেছেন দ্য ফ্যামিলি ম্যান খ্যাত রাজ নিদিমোরু এবং কৃষ্ণা ডিকে। সিটাডেলের শুটিং শেষ হয়েছে অনেক আগেই। শিগিরই মুক্তির পেতে যাচ্ছে সিরিজটি। তবে প্রিয়াঙ্কার এই ওয়েব সিরিজটি দ্বিতীয় সবচেয়ে ব্যয়বহুল সিরিজ হতে চলেছে বলে জানা যায়। সিরিজের এক্সজিকিউটিভ প্রোডিওসার রুশো ব্রাদার্স জানান, এটি বিশাল বাজেটের ধারণাকে ছাড়িয়ে গেছে। এটার বাজেট ২০০ মিলিয়ন ডলারের বেশি হতে পারে।
হলিউড প্রতিবেদন সূত্রে জানা গেছে, কিছু দৃশ্যের পরিবর্তন, এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে পুনরায় শুটিং সিরিজটির ব্যয় বাড়িয়ে দেয়। ফলে ১৬০ মিলিয়ন ডলার নেট খরচের সঙ্গে ৭৫ মিলিয়নের অতিরিক্ত খরচ সিরিজটিকে দ্বিতীয় সবচেয়ে ব্যয়বহুল সিরিজের তকমা লাগিয়ে দিয়েছে।
জানা গেছে, এই মেগা ওয়েব সিরিজের শ্যুটিং শুরু হয়েছিল গত বছর। সাত পর্বের একটি স্পাই থ্রিলার সিরিজ এটি। এটিই প্রিয়াঙ্কার প্রথম ওয়েবসিরিজ। ওটিটিতে শিগগিরই আসছে সিটাডেল। কবে সিরিজটি মুক্তি পাবে সেই তারিখ এখনো নির্দিষ্ট নয়।